ফ্রিল্যান্সার্স অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

ফ্রিল্যান্সার্স অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক : মুক্ত পেশাজীবীদের নিয়ে আত্মপ্রকাশ  করল ‘বাংলাদেশ ফ্রিল্যান্সার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)’। গত ৫ মার্চ রাজধানীর পান্থপথে অস্থায়ী কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটি যাত্রা শুরু করে।

মো. আবু কায়সারকে আহ্বায়ক, মো. রুবেল হামজা, মো. মনির হোসেন ও মো. আসিফুজ্জামানকে যুগ্ম আহ্বায়ক এবং মো. আসাফুর রহমানকে সদস্য সচিব করে প্রাথমিকভাবে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন মো: সরোয়ার হোসেন মোল্লা, মাজহারুল ইসলাম, সাব্বির আহমেদ, সফিউল আলম, নাবিলা খুরশিদ, আল মাহমুদ, মাহমুদুর রহমান মান্না, জি এম তাসনিম আলম, মারুফ হাসান বুলবুল ও মো: ইউসুফ আলী।

নবগঠিত কমিটির সদস্যরা জানান, আউটসোর্সিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের তরুণ প্রজন্ম বিক্ষিপ্তভাবে অনন্য সাফল্য অর্জন করেছে, সেই অর্জনকে সাংগঠনিক ভিত্তি দিয়ে বৃহত্তর লক্ষ্যমাত্রা অর্জনের পথে এই অ্যাসোসিয়েশন কাজ করে যাবে।favicon594

Sharing is caring!

Leave a Comment