উত্তরায় রেড অ্যাপল
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : রেড অ্যপলের একটি নতুন শাখা খোলা হয়েছে বাংলাদেশে। অ্যাপলের পণ্য বিক্রি ও সেবা দিতে এই শাখাটি খোলা হয়েছে। রাজধানী উত্তরার ৫ নম্বর সেক্টরের ২ নম্বর রোডে রেড অ্যাপলের শাখাটি খোলা হয়েছে। এখানে নতুন অ্যাপল পণ্যের পাশাপাশি অ্যাপল পণ্যের যেকোনো সমস্যার সমাধান দেবেন দক্ষ প্রকৌশলীরা।
এছাড়াও বাংলাদেশে আরও একটি শাখা আছে রেড অ্যাপলের। এটি ধানমন্ডির ১৫-এ তে অবস্থিত।
রেড অ্যাপলের প্রধান নির্বাহী নূর হোসেন জানান, ‘বাংলাদেশে এখন অ্যাপল পণ্যের চাহিদা বাড়লেও ব্যাবহারকারীদের বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়। আর সেজন্য অ্যাপল পণ্যের মেরামত বা বিভিন্ন সেবা দিতে কাজ করে রেড অ্যাপল। এখানে রয়েছে দক্ষ প্রকৌশলী। অ্যাপল পণ্য নষ্ট হলে বা কোনো সমস্যা হলে, তা মেরামত করার সুযোগ রয়েছে রেড অ্যাপেলে।’
রেড অ্যাপল সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন (www.redapplebd.com)।