হতে চাইলে ক্যামেরাজীবী
- মো. সাইফ
হাতে ক্যামেরা থাকলে ছবি তোলার জন্য হাত নিশপিশ করে। তাই সারাদিন ঘুরে ঘুরে ক্যামেরা হাতে নিয়ে ছবি তোলাটাই অনেকের প্রধান শখ। স্থিরচিত্র-শ্রমিক দের এই শখই কিন্তু হতে পারে উপার্জনের একটি মাধ্যম। আপনি একটি সুন্দর ছবি তুললেই সেটা সবাইকে দেখাতে ইচ্ছে করবে। নিজের তোলা স্থিরচিত্র ইন্টারনেটে প্রকাশ করলে সেটা ছড়িয়ে যাবে পুরো বিশ্বে। আপনার ছবি দেখবে সবাই। তবে কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে ছবি দিলে সেটা সবাইকে তো দেখাতে পারবেনই সাথে থাকবে অর্থ উপার্জনের সুযোগ।
প্রমিনেন্ট ফটোগ্রাফারদের জন্য এমনই কিছু ওয়েবসাইটের তথ্য দেয়া হলো—
ফোটোলিয়া (fotolia.com)
- ৪০ লক্ষেরও বেশি ক্রেতা রয়েছেন ফোটোলিয়ার ল্যুপে। এই ওয়েবসাইটটিতে ছবি বিক্রয়ের রয়্যালটি বাবদ দেওয়া অর্থের পরিমাণ খুবই সন্তোষজনক। প্রতিটি ছবি বিক্রয়ের উপর ২০ শতাংশ থেকে ৬৩ শতাংশ পর্যন্ত রয়্যালটি দেওয়া হয় ফটোগ্রাফারদের। প্রথমে এখানে একটি একাউন্ট খুলতে হয় ছবি জমা দেওয়ার জন্য। রয়্যালটি থেকে প্রাপ্ত অর্থ জমা হয়ে যায় সরাসরি ফোটোলিয়া একাউন্টে।
ওয়ানটুথ্রিআরএফ (123rf.com)
- যারা প্রচুর ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এই সাইটটি বেশি সহায়ক। এখানে প্রতিদিন কতগুলো ছবি আপনি আপলোড করছেন তার উপরে নির্ভর করে আপনাকে কত শতাংশ রয়্যালটি বাবদ অর্থ প্রদান করা হবে। এই সাইটে ছবি দিয়ে ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত রয়্যালটি বাবদ অর্থ পেতে পারেন।
অ্যালামি (alamy.com)
- অ্যালামিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় স্টক ফটো লাইব্রেরি। এখানে ৬০ শতাংশ রয়্যালটি ফি দেওয়া হয় ফটোগ্রাফারদের। গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এখানে ছবি-স্বত্ত্ব দেওয়ার জন্য চাপ আরোপ করা হয় না। অর্থাৎএই সাইটে দেওয়া ছবি অন্য সাইটেও দিতে পারবেন।
আইস্টক (istockphoto.com)
- ছবি দেয়ার পাশাপাশি আইস্টকে রয়েছে এদের এক্সক্লুসিভ কন্ট্রিবিউটর হিসেবে কাজ করার সুযোগ। এই ওয়েবসাইটে প্রতিটি ছবি ডাউনলোডের উপর ১৫ শতাংশ হিসেবে রয়্যালটি প্রদান করা হয় সাধারনত।কন্ট্রিবিউটর হিসেবে কাজ করলে আয়ের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। তবে লক্ষ রাখতে হবে এই সাইটে দেওয়া ছবি অন্য কোথাও প্রকাশ করা যাবে না।
ফোটোশেল্টার (photoshelter.com)
- ফোটোশেল্টার এর মাধ্যমে একটি বিল্ট-ইন ইকমার্স প্রফেশনাল ফোটোগ্রাফি সাইট খুলে নিতে পারেন সহজেই। বানানো সাইটগুলি দেখতে দারুণ হয়, সঙ্গে সিকিওর ক্লাউড স্টোরেজও থাকে। বিক্রি এবং লাইসেন্সিং সবই সহজ হয়ে যায়। এছাড়া এই সাইটে ছবি বিক্রয়ের পুরো প্রক্রিয়া নিজেই দেখভাল করতে পারেন। নিজের ছবির দাম নিজেই ঠিক করে দিতে পারেন ক্রেতাদের জন্য।
স্মাগমাগ (smugmug.com)
- বর্তমানে অনলাইনে ই-কমার্স সাইটের অভাব নেই। তবে এটি একটি ব্যাতিক্রমধর্মী ই-কমার্স ওয়েবসাইট। এটাকে বলা হয় ছবির ইকমার্স সাইট। এখানে ফটোগ্রাফারদের তোলা ছবি শোকেস করা যায়। ঠিক করে দিতে পারবেন ছবির দাম নিজে নিজেই। ডিজিটাল ডাউনলোড ছাড়াও রয়েছে ছবির হার্ড কপি এবং গ্রিটিংস কার্ডও বিক্রি করতে পারার সুযোগ।
ড্রিমসটাইম (dreamstime.com)
- ড্রিমসটাইম অত্যন্ত জনপ্রিয় একটি ফটো-ওয়েব। এই সাইটে ছবি দিতে হলে নিজের তোলা ছবি পাঠিয়ে আবেদন করতে হয়। এডিটর সম্মতি প্রকাশ করলেই সাইট থেকে বিক্রয় করা যাবে ছবি। প্রতিটি ছবির জন্য ২৫ শতাংশ থেকে ৩০ শতাংশ রয়্যালটি পাওয়া যায়। এছাড়া ড্রিমসটাইমের হয়ে সর্বদা কাজ করার চুক্তি করলে সেক্ষেত্রে আরও ১০ শতাংশ বেশি রয়্যালটি পাওয়া যাবে।