সৌদিতে নিষিদ্ধ ইরানের এয়ারলাইন্স
- আন্তর্জাতিক ডেস্ক
ইরানের বেসরকারি এয়ারলাইন মাহান এয়ারকে নিষিদ্ধ করেছে সৌদি আরব। গতকাল (০৪ এপ্রিল) স্থানীয় সময় রাতে দেশটির বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, সৌদির নিরাপত্তা আইন ‘পদ্ধতিগতভাবে’ লঙ্ঘন করায় মাহান এয়ারকে নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে ইরানের আধা সরকারি সংবাদসংস্থা তাসনিম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, বর্তমানে আকাশপথে সৌদি আরবের সঙ্গে ইরানের কোনো যোগাযোগ নেই। আফ্রিকায় প্লেন চলাচল অটুট রাখতে তারা এখন ভিন্ন রুটে ফ্লাইট পরিচালনা করবেন।
গত জানুয়ারিতে সৌদি আরবে এক শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার পর দেশটির সঙ্গে ইরানের সম্পর্কের অবনতি ঘটে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, মাহান এয়ারকে নিষিদ্ধ করায় দুই দেশের মধ্যে সম্পর্ক আরো শীতল হয়ে পড়বে।![]()
