সৌদিতে প্রতি মিনিটে একটি সড়ক দুর্ঘটনা

সৌদিতে প্রতি মিনিটে একটি সড়ক দুর্ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে প্রতি মিনিটে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। আর এসব দুর্ঘটনায় বছরে সাত হাজারের বেশি মানুষ নিহত হয়। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের (আশ-শারকিয়্যাহ) যানবাহন নিরাপত্তা কমিটির মহাসচিব সুলতান আল-জাহরানি এ তথ্য জানিয়েছেন। জাহরানি জানান, ৬৫ শতাংশ দুর্ঘটনা ঘটে মহানগর ও শহরগুলোতে। এসব দুর্ঘটনায় বার্ষিক ক্ষতি হয় দুই হাজার ১০০ কোটি রিয়াল। সংবাদ : আরব নিউজ।

আরব নিউজ-এর খবরে বলা হয়, উপসাগরীয় দেশগুলোর মধ্যে সৌদিতে সড়ক দুর্ঘটনা সবচেয়ে বেশি। দেশটিতে বছরে এক লাখের মধ্যে ২১ জন নিহত হন সড়ক দুর্ঘটনায়।

২০১৪ সালের দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরে আল-জাহরানি বলেন, ওই বছরে সংঘটিত দুর্ঘটনার ৭০ শতাংশ হয়েছে মহাসড়কে। আগামী ১০ বছরের মধ্যে এসব দুর্ঘটনা ৩০ শতাংশ কমিয়ে আনতে কৌশল প্রণয়ন করা হচ্ছে বলেও জানান আল-জাহরানি।favicon59

Sharing is caring!

Leave a Comment