গুগলের পরিকল্পনায় ডিজিটাল শহর

গুগলের পরিকল্পনায় ডিজিটাল শহর

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক 

প্রযুক্তির কল্যাণে বদলে যাচ্ছে বিশ্ব, বদলে দিচ্ছে মানুষের জীবনধারাকে। নিত্য নতুন গবেষণার মাধ্যমে এসব পরিবর্তন আনছে প্রযুক্তি। আর এ ধারায় সবসময় এগিয়ে আছে গুগল।

এবার ডিজিটাল একটি শহর নির্মাণের পরিকল্পনা করছে গুগল। গুগলের মুল প্রতিষ্ঠান অ্যালফাবেট এই পরিকল্পনা হাতে নিয়েছে। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক রাডার।

ডিজিটাল শহর নির্মাণে গুগলকে সহযোগীতা করবে সাইডওয়াক ল্যাবস। বর্তমানে যুক্তরাষ্ট্রের ডেনভার ও ডেট্রয়টে ডিজিটাল শহর নির্মাণের জন্য পছন্দসই জায়গা খোঁজার কাজ চলছে।

তবে কেমন হবে এই ডিজিটাল শহর? টেক রাডার জানিয়েছে, ডিজিটাল শহরে থাকবে গুগলের চালকবিহীন গাড়ী। সেই শহরে থাকবে দ্রুতগতির ওয়াইফাই ইন্টারনেট সংযোগ। মানুষের সহযোগীতার জন্য থাকবে রোবট। আরো থাকবে স্মার্ট ট্র্যাফিক লাইট। এছাড়াও গুগলের নতুন নতুন পযুক্তি থাকতে পারে। এই যেমন- কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বাস্থ্যসেবা, স্যাটেলাইট প্রযুক্তি, ভার্চুয়াল রিয়েলিটি ইত্যাদি।

অবশ্য গুগল এ ব্যাপারে কোনো তথ্য জানায়নি। তবে সাইডওয়াক ল্যাবস সংস্থাটি বর্তমানে নিউইয়র্ক শহরে দ্রুতগতির ওয়াইফাই ইন্টারনেট সংযোগ নিয়ে কাজ করছে। favicon59

Sharing is caring!

Leave a Comment