ডায়াবেটিস চিকিৎসার অগ্রগতি

ডায়াবেটিস চিকিৎসার অগ্রগতি

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক

ডায়াবেটিক রোগীদের জন্য আশার বাণী শুনিয়েছেন গবেষকেরা। তাদের দাবি তারা শরীরে প্রবেশযোগ্য নতুন একধরনের সঞ্জীবনী জেলির মতো তরল আবিষ্কার করেছেন। সম্প্রতি তারা ইঁদুরের শরীরে এটির গবেষণা চালিয়েছেন। সেখানে দেখা যায় যে, রক্তনালি সংক্রান্ত বিভিন্ন রোগে আক্রান্ত এসব ইঁদুরের নতুন রক্তনালি সৃষ্টি এবং অঙ্গের ভেতর দিয়ে পুনরায় রক্ত চলাচল স্বাভাবিক করছে এই জেলি। তাই গবেষকদের দাবি, কয়েক বছরের মধ্যেই এটি মানবদেহে পরীক্ষা করে দেখার উপযোগী হবে।

এমন এক ব্যয়বহুল ধ্বংসাত্মক রোগ পেরিফেরাল ভাসকুলার ডিজিজ। বিশ্বের লাখ লাখ মানুষ এই ডিজিজি আক্রান্ত এবং এর কোনো দীর্ঘমেয়াদি চিকিৎসাপদ্ধতি নেই। ডায়াবেটিস রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এই রোগ আরও ভয়াবহ। ২৫ শতাংশ ডায়াবেটিস রোগীকে এ রোগের কারণে অঙ্গহানির শিকার হতে হয়।

যুক্তরাষ্ট্রের অস্টিনে অবস্থিত ইউনিভার্সিটি অব টেক্সাসের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের একদল গবেষক এই জেল তৈরি করেছেন। যার নেতৃত্ব দিয়েছেন অধ্যাপক অ্যারন বেকার। তাদের গবেষণা জানিয়েছে, তাদের উদ্ভাবিত রিজেনারেটিভ জেল, আক্রান্ত অঙ্গের রক্তনালিতে ৮৫ শতাংশ ক্ষেত্রে রক্তের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করেছে।

অ্যারন জানান, এ ধরনের রোগের ক্ষেত্রে তেমন কোনো চিকিৎসাপদ্ধতি নেই। আর চিকিৎসাবিজ্ঞানে বর্তমানে যেসব পদ্ধতি প্রচলিত আছে তা তেমন কোনো কাজে আসে না। তবে তাদের উদ্ভাবিত থেরাপির মাধ্যমে প্রোটিনভিত্তিক ‘গ্রোথ ফ্যাক্টর’ কাজে লাগিয়ে নতুন রক্তনালি তৈরি করা হবে। এর মাধ্যমে মানবদেহের নিজস্ব পুনরুৎপাদন পদ্ধতি ব্যবহার করে আক্রান্ত রক্তনালিকে নতুন সৃষ্ট রক্তনালি দিয়ে প্রতিস্থাপন করাই এই উদ্ভাবনের মূল তত্ত্ব বলে জানিয়েছেন অ্যারন। favicon59

Sharing is caring!

Leave a Comment