যুক্তরাষ্ট্রে আটজনকে গুলি করে হত্যা
- আর্ন্তজাতিক ডেস্ক
আজ শুক্রবার যুক্তরাষ্ট্রে ওহাইও অঙ্গরাজ্যের পাইক কাউন্টিতে একই পরিবারের আট সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।
পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিহতদের প্রত্যেককে মাথায় গুলি করে লাশগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়। পরবর্তীতে পুলিশ চারটি স্থান থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। হত্যাকারী এখনো সশস্ত্র অবস্থায় আছে এবং সে বিপজ্জনক বলে স্থানীয়দের সতর্ক করেছেন পুলিশের কর্মকর্তারা।
উক্ত রাজ্যের অ্যাটর্নি জেনারেল মার্ক ডিওয়াইন বিবিসিকে জানিয়েছে, নিহতদের সবাই একই পরিবারের বলে মনে করা হচ্ছে। কিছু মৃতদেহ বিছানায় পাওয়া গেছে। তাই তাদেরকে রাতেই হত্যা করা হয়েছে বলে পলিশের ধারণা। তবে ঘটনাস্থল থেকে তিন শিশুকে উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, ‘এদের মধ্যে থেকে একটি চার দিনের শিশুকেও হত্যা করা হয়েছে।’