চার বছর ধরে আয় কমছে ওবামা পরিবারের!

চার বছর ধরে আয় কমছে ওবামা পরিবারের!

  • আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পরিবারের আয় গত চার বছর ধরে কমেছে । ২০১২ সালে এই পরিবারের আয় ছিল ৬ লাখ ৮ হাজার ৬১১ মার্কিন ডলার। ২০১৫ সালে এসে তা দাঁড়িয়েছে ৪ লাখ ৩৬ হাজার ৬৫ ডলারে। গতকাল (১৫ এপ্রিল) ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার ২০১৫ সালের আয়কর বিবরণীর তথ্য প্রকাশ করা হয়েছে। ওই বিবরণীতে এসব তথ্য উঠে এসেছে। সংবাদ : সিএনএন ।

আয়কর বিবরণীতে দেখা গেছে, গত বছর এই দম্পতি ৪ লাখ ৩৬ হাজার ৬৫ ডলার অর্থ আয় করে। এ সময়ে বার্ষিক আয়ের ১৮.৭ শতাংশ বা ৮১ হাজার ৪৭২ ডলার কর পরিশোধ করেছে পরিবারটি।

এর আগে ২০১৩ সালে ওমাবা পরিবারের আয় হয় ৪ লাখ ৮১ হাজার ৯৮ ডলার। ২০১৪ সালে তা কমে এসে দাঁড়ায় ৪ লাখ ৭৭ হাজার ৩৮৩ ডলার।

প্রেসিডেন্ট হিসেবে পাওয়া সম্মানী ছাড়াও নিজের লেখা বই বিক্রি থেকে আয় আসে ওবামার। কিন্তু তার লেখা ‘ড্রিম অব মাই ফাদার’ ও ‘ওডিসিটি অব হোপ’ বই দুটির বিক্রিতে ভাটা পড়ার কারণে বছরে বছরে আয় কমতে থাকে।

২০১২ সালের পর থেকে মূলত পরিবারটির বার্ষিক আয় কমতে থাকে। এছাড়া নিজের করা আইনের কারণেও তাকে আগের বছরের চেয়ে বেশি কর গুণতে হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পরিবারটি ১৮.৪ শতাংশ থেকে ২০.৪ শতাংশ কর পরিশোধ করেছে।

আয়কর বিবরণী অনুযায়ী, ২০১৫ সালে ওবামা সম্মানী হিসেবে পেয়েছেন প্রায় ৪ লাখ ডলার। বই বিক্রি থেকে তিনি আরও পেয়েছেন ৫৬ হাজার ৬৯ ডলার। এসময়ে তিনি প্রায় ৩০টির বেশি দাতব্য ও অলাভজনক সংস্থায় দান করেছেন গড়ে ১ থেকে ২ হাজার ডলার।favicon59

Sharing is caring!

Leave a Comment