সৈনিক হতে চান?
- ক্যারিয়ার প্রতিবেদক
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০১৭ ব্যাচের ট্রেড দুইয়ের জন্য বিভিন্ন পেশায় নিয়োগ দেওয়া হবে। পেশাগুলোর মধ্যে কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ইকুইপমেন্ট অ্যান্ড বুট রিপেয়ার এবং টেইলার পদে আবেদন করা যাবে।
শিক্ষাগত যোগ্যতা
ন্যূনতম মাধ্যমিক বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদে। তবে প্রার্থীদের কমপক্ষে জিপিএ ২.৫০ পেয়ে পাস করতে হবে।
শারীরিক যোগ্যতা
প্রার্থীদের উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি হলেও আবেদন করা যাবে। এ ছাড়া প্রার্থীদের ওজন ন্যূনতম ৪৯.৯০ কেজি এবং বুক স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।
অন্যান্য যোগ্যতা
১৫ নভেম্বর-২০১৬ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ১৭ থেকে ৩০ বছর হতে হবে। পাশাপাশি আবেদনকারীদের সাঁতার জানতে হবে। শুধু অবিবাহিত প্রার্থীরাই আবেদন করতে পারবেন পদটিতে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের ১৫০ টাকা ব্যাংক ড্রাফট ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞাপনে উল্লেখিত তারিখে ভর্তির স্থানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী।
বিস্তারিত জানতে বিজ্ঞাপনটি দেখুন :