শীর্ষে গুগল ক্রোম
- বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
সম্প্রতি ইন্টারনেট এক্সপ্লোরারকে পেছনে ফেলে শীর্ষে উঠেছে গুগল ক্রোম। গত সোমবার ইন্টারনেট ব্রাউজার হিসেবে ইন্টারনেট এক্সপ্লোরারকে ছাড়িয়ে যায় ক্রোম।
এই তথ্য নিশ্চিত করেছে নেটমার্কেটশেয়ার। তারা জানিয়েছে, এপ্রিল মাসে গুগল ক্রোমের দখলে ছিল ৪১ দশমিক ৭ শতাংশ ব্যবহারকারী এবং ইন্টারনেট এক্সপ্লোরারের দখলে ছিল ৪১ দশমিক ৪ শতাংশ ব্যবহারকারী। ওদিকে মজিলা ফায়ারফক্সের দখলে ছিল ৯ দশমিক ৭ শতাংশ।
তবে ভিন্ন তথ্য দিয়েছে স্ট্যাটকাউন্টার। তাদের মতে, ক্রোম এখান থেকে আরো চার বছর আগেই শীর্ষ স্থান দখল করেছে। তবে চলতি বছরের এপ্রিলে ইন্টারনেট এক্সপ্লোরারের চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে ক্রোম।
ক্রোম ব্রাউজারের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। অন্যদিকে ইন্টারনেট এক্সপ্লোরারের জনপ্রিয়তা কমে যাচ্ছে বলে একটি সূচক তালিকা প্রকাশ করেছে নেটমার্কেটশেয়ার।
শধু ডেস্কটপ নয় মোবাইল ব্রাউজার হিসেবেও গুগলের জনপ্রিয়তা অনেক বেড়েছে। এক্ষেত্রে বর্তমানে ৪৯ শতাংশের বেশি দখল করে রেখেছে ক্রোম।