জাবিতে সায়েন্স ক্লাবের ডিজিটাল অফিস উদ্বোধন
- আসাদুজ্জামান, সাভার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়ে সায়েন্স ক্লাবের উদ্যোগে মুক্ত বিজ্ঞান আলোচনা ও ডিজিটাল অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিট্রিশ কাউন্সিলের ইন্সপায়ার ‘বিজেই-জেইউ’র সহযোগিতায় সেলিম আল দীন মুক্তমঞ্চে আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।
‘বাংলাদেশে বিজ্ঞান: অতীত বর্তমান ও ভবিষ্যৎ’ বিষয়ে মুক্ত আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট বিজ্ঞানীরা। বক্তারা এ সময় তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় বর্তমান করনীয় নানা বিষয়ে দিকনির্দেশনা মুলক আলোচনা রাখেন। জাহাঙ্গীরনগরের একমাত্র বিজ্ঞান ভিত্তিক সংগঠন হিসেবে ‘সায়েন্স ক্লাব’র ভূমিকার প্রশংসা করেন।
এর আগে সংগঠনটির জন্য রবাদ্দ ডিজিটাল অফিস উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পদার্ধ বিজ্ঞানী ও প্রধান উপদেষ্টা অধ্যাপক এ এ মামুন, অধ্যাপক মো. শাহেদুর রহমান, ড. শরীফ হোসেন, ড. উম্মে সালমা জোহরা।
আহবায়ক হিসেবে ছিলেন সংগঠনটির আইটি বিষয়ক সম্পাদক ওয়ালিউল্লাহ এবং সহযোগী হিসেবে ছিলেন সাব্বির আহমেদ। শাহরিয়ার কবির সোহাগের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন সংগঠনটির সভাপতি মো. আবু সাঈদ। উল্লেখ্য, একই সাথে সংগঠনটির সাতজন সভাপতি ও ১৫০ জন সদস্য উপস্থিত ছিলেন। 

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	