লোক নেবে এসিআই
- ক্যারিয়ার ডেস্ক :
দেশের অন্যতম জনপ্রিয় প্রতিষ্ঠান এসিআই তিন ধরনের পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে দুটি পদে সম্পূর্ণ অনভিজ্ঞ প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে একটি পদে আবেদনের জন্য অভিজ্ঞতার প্রয়োজন হবে। দেখে নিন পদগুলো সম্পর্কে বিস্তারিত :
মেডিকেল সার্ভিসেস অফিসার
যেকোনো বিষয় থেকে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকতে হবে। বিফার্ম বা এমফার্ম পাস প্রার্থীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন। আবেদনের জন্য বয়স ৩০ বছর বা এর কম হতে হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা দেবে এসিআই বাংলাদেশ।
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত ও ছবিসহ সরাসরি লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য ‘এসিআই সেন্টার, ২৪৫ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮’ ঠিকানায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এসিআই। পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ ও ২১ মে-২০১৬, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
কিউসি অফিসার
ফার্মেসি, রসায়ন, বায়ো-রসায়ন অথবা ফলিত রসায়ন থেকে এমএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন কিউসি অফিসার পদে। অভিজ্ঞতা ছাড়াই সম্পূর্ণ নতুন প্রার্থীদের আবেদনের সুযোগ দেওয়া হয়েছে।
নির্বাচিত প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে প্রতিষ্ঠানটির নারায়ণগঞ্জ প্লান্টে। পদটিতে থাকবে আকর্ষণীয় বেতনসহ অন্যান্য সুবিধা।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন বিডিজবস ডটকমের মাধ্যমে। আবেদনের শেষ তারিখ ২২ মে, ২০১৬।
এক্সিকিউটিভ-বিজনেস সাপোর্ট
যেকোনো বিষয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি আবেদনকারীদের একই পদে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে নিয়োগ দেওয়া হবে রাজধানী ঢাকায়। আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন ২১ মে, ২০১৬ তারিখ পর্যন্ত।