চিটাগাং শর্টের নলেজ রাউন্ড ২৫ মে
- জোবায়ের চৌধুরী, চট্টগ্রাম
তরুণদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আগামী ২৫ মে বন্দর নগরী চট্টগ্রামে আয়োজিত হতে যাচ্ছে নলেজ রাউন্ড লেকচার সিরিজ। চট্টগ্রামভিত্তিক চলচ্চিত্র নির্মাতাদের সংগঠন ‘চিটাগাং শর্ট’র আয়োজনে নগরীর মুরাদপুরে অবস্থিত এন মোহাম্মদ কনভেনশন সেন্টারে এ নলেজ রাউন্ড লেকচার অনুষ্ঠিত হবে। আর এ লেকচার সিরিজে নিজেদের সফলতার পেছনের গল্প শোনাবেন স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও স্বনামধন্য ১৫ জন বক্তা। উৎসবটি সবার জন্য উন্মুক্ত।
চিটাগাং শর্ট সূত্রে জানা যায়, আগামী ২৫ মে সকাল সাড়ে ৯ টা থেকে শুরু হয়ে এই নলেজ রাউন্ড লেকচার পর্ব চলবে বিকেল ৩টা পর্যন্ত। এতে তরুণদের উদ্দেশ্যে নিজেদের সফলতার গল্প বলবেন স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত সফল ব্যাক্তিত্বগণ। জীবনের চলার পথে বাধা-বিপত্তিসহ নানা বিষয় নিয়ে তরুণদের সাথে খোলামেলা কথা বলবেন বক্তারা।
বক্তাদের মধ্যে রয়েছেন- চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) সাদেকা বেগম, সানশাইন গ্রামার স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, বারকোড ক্যাফে’র প্রতিষ্ঠাতা মনজুরুল হক, দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র শিক্ষার্থী, প্রফেশনাল ট্রেনার ও মোটিভেশনাল স্পিকার মাশাহেদ হাসান সীমান্ত, বাতিঘরের স্বত্বাধিকারী দীপংকর দাশ, আইআইইউসি’র ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান মো. ইফতেখার উদ্দিন, আইআইইউসি’র সহযোগী অধ্যাপক (ইংরেজি ভাষা ও সাহিত্য) সালমা হক, ক্রিয়েটিভ ডিরেক্টর ও অ্যাশ প্রোডাকশনের প্রধান নির্বাহী সাদাত হোসাইন, অহর্নিশ ফিল্মস’র প্রধান নির্বাহী এইচ আল বান্না, সিপিডিএল-এর ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী ইফতেখার হোসেন, হ্যামার স্ট্রেংথ-এর স্বত্বাধিকারী রোম্মান আহমেদ, গীতিকার, সুরকার ও সংগীত শিল্পী জুনায়েদ ইভান এবং গল্পের হাট’র প্রধান নির্বাহী শাহজাহান শামীম।
নলেজ রাউন্ড লেকচার পর্বে সম্পূর্ণ নিখরচায় অংশ নিতে পারবেন আগ্রহী তরুণ-তরুণীরা। এ অনুষ্ঠানে অংশ নিতে চাইলে শুধু অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে বলে জানিয়েছেন চিটাগাং শর্টের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এম. ইসমাইল চৌধুরী।
তিনি দি প্রমিনেন্টেকে বলেন, সবার জন্য উন্মুক্ত এ নলেজ রাউন্ডের আসন সংখ্যা সীমিত। পর্বটিতে অংশ নিতে ইতোমধ্যে তিন শতাধিক তরুণ-তরুণী অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। এছাড়াও পরদিন ২৬ মে ‘আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম-আইআইইউসি’র ফিমেল একাডেমি কমপ্লেক্সে একই পর্ব অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবেন বেসরকারি এ বিশ্ববিদ্যালয়টির ছাত্রীরা।
লেকচার সিরিজে অংশ নিতে আগ্রহী তরুণ-তরুণীদের ২৪ মের মধ্যে অনলাইনে (http://goo.gi/forms/7qk0edNSj9) এই ঠিকানায় রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এছাড়াও যে কোনো তথ্যের জন্য (০৩১- ২৮৫২৩৪৯) এই নম্বরে যোগাযোগ করা যাবে।
প্রসঙ্গত, ‘তোমার গল্পে লেখা চলচ্চিত্র/ আইডিয়াটা কেমন’ শিরনামে চলচ্চিত্র নির্মাতাদের সংগঠন চিটাগাং শর্ট স্ক্রিপ্ট রাইটিং প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতায় শতাধিক স্ক্রিপ্ট জমা পড়েছে। এর মধ্যে এ পর্যন্ত ১৯টি স্ক্রিপ্ট প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। আর এই স্ক্রিপ্ট রাইটিং প্রতিযোগিতার একটি অংশ হল নলেজ রাউন্ড লেকচার পর্ব। পুরো আয়োজনের সাথে সহযোগী হিসেবে রয়েছে দৈনিক আজাদী, চট্টগ্রামের নামী রেস্তোরা বারকোড ক্যাফে, ঢাকার বিজ্ঞাপনী সংস্থা অহর্নিশ ফিল্ম, সিপিডিএল, ইএলএস এবং ইয়াশিকো।