রাজউকের অনুমোদন ছাড়াই চলছে নির্মাণকাজ, দুর্ঘটনার আশংকা

রাজউকের অনুমোদন ছাড়াই চলছে নির্মাণকাজ, দুর্ঘটনার আশংকা

  • সংবাদ বিজ্ঞপ্তি

রাজধানীর মিরপুর রোডস্থ (ভিআইপি) হোল্ডিং নং-১ সোবহানবাগ, ধানমন্ডিতে দশ তলার অনুমোদন নিয়ে ও নির্মাণকাজ শেষে মালিক মৃত শামিম আহমেদ ও লাকী আহমেদ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কছে বিক্রি করে দেয়।  সম্প্রতি সাবেক মালিক লাকি আহমেদ লোভের বশবর্তী হয়ে উক্ত ভবনের উপর রাজউকের অনুমোদনবিহীন ও অবৈধভাবে একাধিক ফ্লোর নিমার্ণের কাজ চালিয়ে যাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে উক্ত ফ্লোর নির্মাণ সম্পন্ন হলে পুরো ভবনটি ঝুঁকিপুর্ণ হবে এবং মারাত্মক দুর্ঘনা ঘটবে।

উল্লেখ্য উক্ত ১০ তলা ভবনের ৯ টি ফ্লোর ক্রয়সুত্রে ও ১ টি ফ্লোর ভাড়াসূত্রে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির  একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবৈধ নির্মাণকাজে বাধা দিলে মিসেস লাকী আহমেদ (০১৯১৪৯৭৯৯৯২) ভাড়াটিয়া অস্ত্রধারী লোকজন নিয়ে হামলা চালান। এ ব্যাপারে শেরে বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে যার নম্বর ১১২/৩-৫-২০২১। এ ছাড়া উক্ত অবৈধ নির্মাণকাজের নিষেধাজ্ঞা চেয়ে ঢাকার ২য় যুগ্ম জেলা জজ আদালতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে একটি মামলা করা হয়েছে। মামলার নং-২৬৯/২০২১।

Sharing is caring!

Leave a Comment