ডিআইইউ শিক্ষার্থীদের জন্য ই- পেমেন্ট
- ক্যাম্পাস ডেস্কঃ
এখন থেকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের পরীক্ষার ফি থেকে শুরু করে যাবতীয় একাডেমিক লেনদেন অনলাইনের মাধ্যমে করতে পারবেন। এ বিষয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। গত ২০ জুন ডিআইইউ সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ হামিদুল হক খান এবং ডাচ বাংলা ব্যাংকের ই-ব্যাংকিং বাণিজ্য বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. কামরুজ্জামান তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. ইউসুফ এম ইসলাম।