ডিআআইটিতে পড়ুন মোবাইল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং
- ক্যারিয়ার ডেস্ক :
আজকাল প্রযুক্তির উত্থান এত দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে যে, কারও পক্ষে অনুমান করা প্রায় অসম্ভব—পরবর্তী ছয় মাসে কী ঘটবে। প্রযুক্তি প্রতিনিয়ত আমাদের লাইফ স্টাইল পরিবর্তন করে দিচ্ছে। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে মোবাইল ফোন, যা মানবসভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে জায়গা করে নিয়েছে। মোবাইল ফোন ছাড়া আজ আমাদের এক মুহূর্তও চলে না। মোবাইল ফোন শুধু টেলিফোন হিসেবে ব্যবহার করাই আজ আর একমাত্র কাজ নয়। বিনোদন, ব্যবসায়িক ও সাংগঠনিক যোগাযোগ, এমনকি ব্যক্তিগত সহকারীর ভূমিকায়ও ব্যবহার করা যাচ্ছে। আর এতসব কার্যকারিতার পেছনে মূল ভূমিকা পালন করে মোবাইল সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন।
মোবাইল অ্যাপ্লিকেশন তৈরিতে এন্ড্রয়েট, আইফোন, ব্লাকবেরি, উইনডোজ মোবাইল সর্বাধিক ব্যবহার করা হচ্ছে। একটি মোবাইল ফোন তত বেশি কার্যকর, যেটির অ্যাপ্লিকেশন যত বেশি অর্থপূর্ণ ও সহজে ব্যবহারযোগ্য। এই সহজ ব্যবহার্য ও অর্থপূর্ণ অ্যাপ্লিকেশন তৈরিতে প্রয়োজন দক্ষ ও উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন মোবাইল সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যার এ মুহূর্তে বিশ্বব্যাপী ব্যাপক সংকট। এ লক্ষ্যে দক্ষ ডেভেলপার প্রস্তুত করার জন্য দু-একটি প্রতিষ্ঠান সম্প্রতি এন্ড্রয়েট ও আইফোন সম্পর্কীয় প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে ডেফোডিল ইনস্টিটিউট অব আইটি অন্যতম।
ডিআইআইটি চার মাস মেয়াদি শর্ট কোর্স এবং পাশাপাশি এক বছর মেয়াদি ডিপ্লোমা ইন মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্সে প্রশিক্ষণ প্রদান শুরু করেছে। এইচএসসি/অনার্স শিক্ষার্থীরা এ কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। ডিআইআইটির ওই প্রোগ্রামটির মান নিয়ন্ত্রণ ও সহযোগিতায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স। কোর্সের প্রশিক্ষক হিসেবে থাকছেন লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট সামসুদ্দিন আহমেদ এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট, একটি সফটওয়্যার কোম্পানির প্রধান নির্বাহী ও বিশিষ্ট সফটওয়্যার বিশেষজ্ঞ আহসানুল করিম। ৪ মাস মেয়াদি প্রোগ্রামটিতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থী বা কর্মজীবীদের জন্য রয়েছে সান্ধ্যকালীন ব্যাচ।
ভর্তি সংক্রান্ত তথ্য : ডিআইআটি, ১৯/১. পান্থপথ, ঢাকা-১২০৫। ৯১১৭২০৫, ০১৭১৩৪৯৩১৬৩।