পড়ার বিষয় : উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ
- ক্যারিয়ার ডেস্ক
ছোট বেলা শিলা দেখতো তাদের পাশের বাড়ির চাচিকে সময়ে অসময়ে নির্যাতীত হতে। শিলার নিকট মনে হয়েছে, চাচি যদি একটু সচেতন বা শিক্ষিত হতো, তবে তার এমন নির্যাতিত হতে হতো না। তখন থেকেই সে মনে মনে ঠিক করে পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করবে। মনের একান্ত আশাকে বাস্তবায়ন করতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর পার হয়ে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিষয়ে।
- উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ কী
দেশের উন্নয়নের জন্য নারী-পুরুষ উভয়ের অংশগ্রহণ আবশ্যক। আর তাই প্রয়োজন নারী-পুরুষের সামাজিক সমপর্ক উন্নয়ন। সময়োপযোগী এই ধারণাকে একাডেমিক জায়গায় নিয়ে আসার নাম হলো উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ। তা ছাড়া সমাজের সকল বিষয়ের সঙ্গেই জেন্ডার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত।
- কোথায় পড়বেন
২০০১ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ বিভাগের কার্যক্রম শুরু হয়েছে। বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ছিলেন অধ্যাপক নাজমা চৌধুরী। যারা একটু ভিন্নধর্মী বিষয় নিয়ে পড়তে চান, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অন্তর্ভুক্ত এ বিভাগে ভর্তি হতে পারেন। শুরুতে এ বিভাগের নাম ছিল ডিপার্টমেন্ট অব উইমেন স্টাডিজ। বর্তমানে নারী-পুরুষ উভয়ের সমপর্কের গুরুত্ব দিয়ে এর নামকরণ হয়েছে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ।
- ভর্তির যোগ্যতা
উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগে পড়তে হলে এইচএসসি বা সমমানের ডিগ্রি অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ বা ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মূলত এটি খ ইউনিটের বিষয়, তবে যারা বিভাগ পরিবর্তন করে আসতে চান, তাদের ঘ ইউনিটের মাধ্যমে আসতে হবে। এখানে ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে কমপক্ষে ১৫ নম্বর পেতে হয়, এটা ছিল গত বছরের নিয়ম। অবশ্য এ বছরে নম্বরের হিসাবটি এখনও চূড়ান্ত হয় নি। তবে বাংলা ও ইংরেজিতে নম্বরের গুরুত্ব কিন্তু থাকবেই। তাই যারা এ বিভাগে ভর্তি হতে ইচ্ছুক, তাদের এ দুটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া উচিত।
- পড়াশোনার পদ্ধতি
উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজে চার বছরের অনার্স ও এক বছরের মাস্টার্স কোর্স চালু রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অনার্স কোর্স ছয় মাস করে আটটি সেমিস্টারে বিভক্ত। অনার্স কোর্সে প্রত্যেক ছাত্রকে ৩২টি কোর্সে ১২৮ ক্রেডিট পড়তে হবে। আর মাস্টার্সে পড়তে হবে ৩২ ক্রেডিট।
রয়েছে নানা বিষয়ে পড়ার স্বাদ : উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের পড়াশোনার বিষয়েও রয়েছে নানা বৈচিত্র্য। উইমেন সোসাইটি কালচার, উইমেন এনভায়রনমেন্ট, উইমেন মুভমেন্ট, ফেমিনিস্ট থিউরি, ফেমিনিস্ট কলোনিয়ালিজম, জেন্ডার অ্যান্ড কালচার, জেন্ডার সিটিজেনশিপ অ্যান্ড গভর্নমেন্ট, গভর্নমেন্ট প্রোভার্টি অ্যান্ড লিটারেসি প্রভৃতি বিষয় এর পাশাপাশি জ্ঞানের অন্যান্য শাখা যেমন নৃ-বিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞানও পড়ানো হয় এ বিভাগে।
- রয়েছে সহশিক্ষা কার্যক্রম
শুধু তত্ত্বীয় পড়ালেখা নয়, বরং এ বিভাগের শিক্ষার্থীদের অন্যান্য সহশিক্ষা কার্যক্রমেও পারদর্শী করে তুলতে নারী দিবসে শোভাযাত্রা, নারী আন্দোলনের অতীত-বর্তমান নিয়ে সেমিনার, নির্বাচন-প্রক্রিয়ায় নারী বিষয়ে গোলটেবিল, রোকেয়া নেটওয়ার্ক, প্রীতিলতা স্মারক বক্তৃতাসহ নানা কার্যক্রমে যুক্ত করা হয়। পাশাপাশি নাচ, গান, আবৃত্তি, বিতর্ক অনুশীলন তো রয়েছেই।
- আছে বিদেশে পড়ার সুযোগ
উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ থেকে পাস করে বিদেশে পড়তে যাওয়ার সুযোগও রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ বিভাগের সঙ্গে নরওয়ের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের রয়েছে লিংক শিক্ষা প্রোগ্রাম। যারা ভালো ফলাফল করে, তারা সেখানে পড়তে যাওয়ার সুযোগ পায়। এ ছাড়া কানাডা, ইংল্যান্ড, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রেও এ বিষয় নিয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে।
- পেশা হিসেবে
উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিষয়ে পড়ালেখা শেষ করে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ রয়েছে। তাছাড়া রয়েছে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট, বিদেশি এনজিও ও আন্তর্জাতিক সংগঠনে কাজের প্রচুর ক্ষেত্র। পড়ালেখা করা অবস্থায়ও বিভিন্ন এনজিওতে নারী ও পুরুষ ইস্যু নিয়ে কাজ করার সুযোগ রয়েছে।
তাহলে শিলার মতো করে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াবার জন্য কেন একজন হবেন না। যাতে হবে মানুষের সেবা আর নিজের ভবিষ্যৎ পরিকল্পনার বাস্তবায়ন।