চাকরি খোঁজার ওয়েবসাইট
- ক্যারিয়ার ডেস্ক
আন্তর্জাতিক পরিমণ্ডলে চাকরি খুঁজছেন? অথবা একটা প্রমোশন চান? এসব বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য বেশ কয়েকটি ভালো ওয়েবসাইট রয়েছে। আন্তর্জাতিক চাকরির বাজারে যারা দৌড়াচ্ছেন, তাদের এসব ওয়েবসাইট দেখতে বলেছেন বিশেষজ্ঞরা। জেনে নিন এদের সম্পর্কে কিছু তথ্য।
১. LinkedIn.com : লিঙ্কডইন ক্যারিয়ারের ক্ষেত্রে এই মুহূর্তের সবচেয়ে ভালো ওয়েবসাইট। পেশাদারদের সবচেয়ে বড় সোশাল নেটওয়ার্কিং। গোটা বিশ্বের ২০০টিরও বেশি দেশে ১৭৫ মিলিয়ন সদস্য রয়েছে এখানে। আপনিও একজন সদস্য হয়ে যান।
২. Monster.com : চাকরি খোঁজার ক্ষেত্রে এটি সবচেয়ে পুরনো ওয়েবসাইট। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এই সাইটটিতে আপনার পছন্দের চাকরির বিশাল তালিকা পেয়ে যাবেন।
৩. Glassdoor.com : আমেরিকার চাকরির বাজারে বহু জনপ্রিয় একটি ওয়েবসাইট গ্লাসডোর। ব্যবহারকারীরা এখানে ১ লাখ ৬০ হাজার প্রতিষ্ঠানের চাকরি সম্পর্কে তথ্য পেয়ে থাকেন।
৪. Indeed.com : খুব উপকারী একটি চাকরি বিষয়ক ওয়েবসাইট। নিজের অবস্থানের ভিত্তিতে কাছের কোনো প্রতিষ্ঠানের চাকরির খবর দেয় এটি। এ ছাড়া রয়েছে নানা পরামর্শ।
৫. Internships.com : বিশ্বের সবচেয়ে বড় ইন্টার্নশিপ বাজার পাবেন এখানে। যাবতীয় ডেটাবেস বিনামূল্যে পাবেন এখানে। এখান থেকে পার্ট-টাইম ও ফুলটাইম ইন্টার্নশিপের খবর পাওয়া যায়।
৬. Idealist.org : অলাভজনক প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে সবচেয়ে বড় ওয়েবসাইট এটি। এতে ১০ লাখেরও বেশি রেজিস্টার্ড ব্যবহারকারী রয়েছেন। ক্যারিয়ারে এগিয়ে যেতে কাজে দেবে সাইটটি।