পেশা নিয়ে ভাবনা
- ক্যারিয়ার ডেস্ক
প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষে সবারই লক্ষ ভাল কোন পেশায় নিজেকে নিয়োজিত করা। আবার কেউ কেউ ছাত্রাবস্থা থেকেই পেশায় নিয়োজিত হন। তবে পেশাজীবন শুরুর আগে পেশা নিয়ে চিন্তা ভাবনা করে কর্মজীবন শুরু করা উচিত। সুন্দর ভবিষ্যত গড়তে এবং পেশায় আপন দক্ষতা প্রমাণের জন্য পেশা ভাবনা গুরুত্বপূর্ণ।
- পেশাজীবন শুরুর আগে আপনার যোগ্যতা ও সামর্থকে বিবেচনা করে পেশা বাছাই করুন। প্রথমেই ভেবে দেখুন কোন পেশায় আত্ননিয়োগ করলে আপনি আপনার কর্মজীবনে নিজেকে যোগ্য ও নিজের দক্ষতাকে সম্পূর্ণ ভাবে প্রমাণ করতে পারবেন।
- পেশা শুরুর আগে আপনি যে বিভাগ (বিজ্ঞান, মানবিক, বাণিজ্য) থেকে পড়াশোনা শেষ করেছেন অথবা যে বিষয়ে পড়ছেন সেই বিভাগের সাথে সম্পর্কিত পেশাগুলো সম্পর্কে জানুন।
- যে পেশাটিকে আপনি নির্বাচিত করতে চান সেই পেশার বর্তমান অবস্থা, সম্ভাবনা, ভবিষ্যৎ প্রভৃতি সম্পর্কে খোঁজখবর করুন। কাজটি আপনার মানসিকতা, শিক্ষা, মেধা, মেজাজ প্রভৃতিকে কতটা উৎসাহিত করে তা ভাবুন। যদি কোন পেশায় জড়িত হওয়ার পর এ বিষয়গুলোর সাথে সমন্বয় না হয় তবে তা আপনার পেশাজীবনে সফলতা অর্জনে প্রধান বাধা হয়ে দাঁড়াতে পারে।
- পেশা শুরুর আগে আপনি নিজেকে যে কাজের জন্য যোগ্য মনে করেন সে ধরনের পেশায় অভিজ্ঞ অথবা বিশেষজ্ঞ কারও পরামর্শ নিতে পারেন।
- যে বিষয়টিতে আপনি পড়াশোনা করছেন সেই বিষয় নিয়ে কাজ করলে প্রতিষ্ঠানিক শিক্ষা আপনার কর্মজীবনে ব্যবহারিক ক্ষেত্রে খুবই সহায়ক হতে পারে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে ভাবুন। এবং প্রাতিষ্ঠনিক শিক্ষাকে প্রাধান্য দিয়ে পেশা নির্বাচন করুন।
- যে পেশায় যুক্ত হতে চান সেই পেশার আর্থ-সামাজিক গুরুত্ব সম্পর্কে জেনে নিন। আপনি কোন পেশায় কেন জড়িত হতে চান ভাবুন। কারণগুলো চিহ্নিত করার পর লক্ষ নির্ধরণ করুন।
- বর্তমানে চাকরির বাজার প্রতিদ্বন্দীতাপূর্ণ। পেশা বাছায়ের আগে কাজের ক্ষেত্রসমূহ বাছাই করুন। লক্ষ নির্ধারণের পর নিজেকে সে ক্ষেত্রের জন্য যোগ্য করে গড়ে তুলুন।
- যে পেশাটিকে আপনি আপনার জন্য প্রযোজ্য মনে করনে সেই পেশার জন্য উপযোগী করে আপনার জীবনবৃত্তান্ত তৈরি করুন।
- আপনি যে পেশাকে নির্বাচন করবেন সেই পেশার জন্য নিজেকে তৈরির জন্য প্রশিক্ষণের সুযোগ বা কোন কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ থাকলে তা গ্রহণ করুন।
- শুরুতেই নামকরা কোন প্রতিষ্ঠান থেকে পেশাজীবন শুরু করতে পারলে তা পরবর্তিতে ভালো ফল বয়ে আনে। প্রতিষ্ঠিত কোন প্রতিষ্ঠান থেকে পেশাজীবন শুরুর চেষ্টা করুন।