সমাজ নিয়ে পড়াশোনা

সমাজ নিয়ে পড়াশোনা

  • ক্যারিয়ার ডেস্ক

বাংলাদেশে বর্তমানে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা শতাধিক। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যেসব শিক্ষার্থী ভর্তি হতে পারছে তাদের মধ্যে অনেকেই পছন্দের বিষয় না পেয়ে হতাশায় ভোগে। এছাড়াও অনেক শিক্ষার্থী বিষয় নির্বাচনে সিদ্ধান্তহীনতায় ভোগে। কোন বিষয়ে ভর্তি হবে, এটা তারা নির্বাচন করতে পারে না। এক্ষেত্রে সমাজবিজ্ঞান ও নৃ-বিজ্ঞানে উচ্চ শিক্ষার সিদ্ধান্ত হতে পারে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

 সমাজবিজ্ঞানে কেন পড়বেন

সমাজবিজ্ঞান এবং নৃ-বিজ্ঞান সামাজিক বিজ্ঞানের দুটি গুরুত্বপূর্ণ শাখা। সমাজবিজ্ঞানকে এমন একটি বিজ্ঞান বলা হয়, যা বস্তুনিষ্ঠভাবে বা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পরিবর্তনশীল সমাজ এবং সমাজবদ্ধ মানুষের আচার-আচরণ তথা পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। সমাজবিজ্ঞান বিষয়ে পাঠ গ্রহণ করার মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যার গভীরতা অনুধাবন করা এবং সমাধানের দিকনির্দেশনা দেওয়া সহজতর হয়। তাই বাংলাদেশের বিভিন্ন আর্থ-সামাজিক ও প্রশাসনিক পরিকল্পনা গ্রহণে সমাজবিজ্ঞানের ছাত্রছাত্রীরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

চাকরির ক্ষেত্র

দেশি-বিদেশি বিভিন্ন বেসরকারি সংস্থা, উন্নয়ন সংস্থা এবং গবেষণা প্রতিষ্ঠানগুলোতে সমাজবিজ্ঞানের ছাত্রছাত্রীদের রয়েছে ব্যাপক চাহিদা।

কোথায় পড়বেন

দেশের প্রায় সবকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানে স্নাতক পড়ার সুযোগ রয়েছে। এছাড়া দু’একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়েও সমাজবিজ্ঞান বিষয়ে পড়ানো হয়।

সূত্র: সমকালfavicon59

Sharing is caring!

Leave a Comment