মেয়েরাও পারে এগিয়ে যেতে
- ক্যারিয়ার ডেস্ক
এইচএসসির পর সবার ভাবনার গণ্ডিজুড়ে থাকে তার কাঙ্ক্ষিত কর্মক্ষেত্র অনুযায়ী পড়াশোনার বিষয় নির্ধারণ। আর বর্তমান বাস্তবতায় কর্মক্ষেত্র নির্বাচনে মেয়েরা অনেক চিন্তিত হয়ে পড়ে। যা রীতিমতো অভিভাবকদেরও ভাবিয়ে তোলে। কেমন ধারার পেশা, এটির সামাজিক মর্যাদা কেমন, কর্মক্ষেত্রে নিরাপত্তা, ক্যারিয়ারের সম্ভাবনা—এসবকিছু হয় ভাবনার বিষয়। এদিক দিয়ে মেয়েদের জন্য সম্ভাবনাময় একটি বিষয় অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই বিষয় সংশ্লিষ্ট পেশায় এরই মধ্যে অসংখ্য এদেশি তরুণী যুক্ত হয়েছেন এবং পেশাগত কারণে ছড়িয়ে পড়েছেন বিশ্বজুড়ে। তাদের এমন একটি পেশা বেছে নেওয়ার পেছনে অনেক ইতিবাচক কারণ রয়েছে। যেমন—এ বিষয়ে পড়াশোনা করে যেকোনো দেশে চাকরি করার সুযোগ পাওয়া যায়। আর এ বিষয়ের শিক্ষার্থীরা বিশ্বের যেকোনো দেশে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ পেয়ে থাকে। আর ইন্টার্নি করার সময়েই উপার্জনের শুরু হয়। এ বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা যেতে পারে ক্যাটেকের সাথে। যাদের ক্যাম্পাসটি উত্তরার এগার নম্বর সেক্টরের দুই নম্বর রোডের চৌদ্দ নম্বর প্লটে অবস্থিত এবং এদের ফোন নম্বর ০১৯২৬৯৬৩৬৫৫। এ প্রতিষ্ঠানটি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স কোর্স পরিচালনা করছে। এজন্য এইচএসসির পর শিক্ষার্থী এ বিষয়ে ভর্তি হয়ে ১৮ মাসে করতে হয় লেভেল-৩, এরপর আঠারো মাসে করতে হয় লেভেল-৫। এরপর ফাইনাল ইয়ারে বিবিএ, বিএসসি বা অনার্স ডিগ্রি। অবশ্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, পাওয়ার মেকানিক্যাল ইত্যাদি শেষ করার পরও কোর্সটি করা যায়। বর্তমানে এই কোর্সের লেভেল-৬ করা যায় এদেশ থেকেই। এর বড় সুবিধা হলো কোর্সটি কম খরচে করা যায় এবং এটি সম্পন্ন করতে হয় সেমিস্টার অনুসারে। ফলে অনুত্তীর্ণ হওয়ার আশঙ্কা থাকে না। এটি সম্পন্ন করার যায় ইংলিশ মিডিয়াম শিক্ষা বোর্ড বিটেক এডেক্সেল থেকে এবং বোর্ডটি সারা বিশ্বে সমাদৃত। এ ধরনের ইঞ্জিনিয়ার হতে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হয়। এইচএসসি বা ‘ও’ লেভেল পাস শিক্ষার্থীরা কোর্সটি করতে পারে। যারা বিশ্ববিদ্যালয়ে অনার্স, মাস্টার্স, বিবিএ, এমবিএ, পাস কোর্স প্রভৃতি করছেন তারাও এই কোর্সে ভর্তি হতে পারেন। ফ্লাইট ডাইনামিক্স কোয়ালিটি, এক্সিলারোমিটার গাইরোস্টোপ, ফ্লাইট ইনুস্ট্রুমেন্টস সেন্সর, অ্যাকুরেটর, কম্পিউটার অ্যাইডেড ডিজাইন, ডিজিটাল অ্যান্ড এনালগ অ্যাভনিক্স কম্পোনেন্ট প্রভৃতি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে কোর্সটিতে।
সূত্র: ইত্তেফাক