সিডনি ইউনিভার্সিটিতে বিনা খরচে পড়াশোনা
- ক্যাম্পাস ডেস্ক
উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার স্বপ্ন অনেকেরই রয়েছে। কিন্তু সুযোগের অভাবে সে স্বপ্ন অনেকেরই হয়তো সফল হয় না। সঠিক নির্দেশনা ও সিস্টেম জানা থাকলে বিনে পয়সায় অস্ট্রেলিয়া থেকে মাস্টার্স করা যেতে পারে। এর পাশাপাশি দেয়া হবে থাকা খাওয়ার খরচ।
অস্ট্রেলিয়ার সিডিনি ইউনিভার্সিটিতে দেয়া হচ্ছে এমন সুযোগ।
আবেদনের যোগ্যতা :
মাস্টার্স প্রোগ্রামের জন্য অনার্স ডিগ্রিধারী এবং পিএইচডি প্রোগ্রামের জন্য মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে।
- প্রোগ্রামের সম্পূর্ণ সময় বিশ্ববিদ্যালয়ে অবস্থান করেই কোর্স সম্পন্ন করতে হবে।
- বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্বাচিত বিষয়ে গবেষণা করতে হবে।
- গবেষণা খাতে যদি অন্যকোন উচ্চতর ডিগ্রি থাকে এবং তা এই বিশ্ববিদ্যালয়ের সমমানের হয়, তবে আবেদন করা যাবে না।
- গত দুই বছরের মধ্যে “অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড স্কলারশিপ” গ্রহণ করে থাকলে আবেদন করতে পারবেন না।
- পূর্বে অস্ট্রেলিয়ান সরকারের অন্য কোন স্কলারশিপ গ্রহণ করলেও আবেদন করা যাবে না।
যা পাবেন :
স্কলারশিপের আওতায় মাস্টার্স এবং পিএইচডি, এই দুই প্রোগ্রামেই তিন বছরব্যাপী সমস্ত টিউশন ফি এবং থাকা-খাওয়ার খরচ প্রদান করা হবে। তবে পিএইচডি প্রোগ্রামে যদি আরও সময় লাগে, তবে ভাল পারফর্মেন্সের উপর ভিত্তি করে পরবর্তী এক সেমিস্টারেও স্কলারশিপ প্রদান করা হতে পারে।
আবেদন করবেন যেভাবে : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য ক্লিক করুন : http://sydney.edu.au/scholarships/research/psa_forms.shtml
ওয়েবসাইটে গিয়ে “Forms for Research Scholarship Recipients” অংশে ক্লিক করলে নির্দিষ্ট কিছু ফরম পাওয়া যাবে। ফরমগুলো পূরণ করে scholarships.officer@sydney.edu.au এই ঠিকানায় মেইল করে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময় : ৩১ জুলাই। পরবর্তী সেশনের জন্য ১৫ ডিসেম্বর, ২০১৬।
বিস্তারিত জানতে ক্লিক করুন : http://sydney.edu.au/scholarships/prospective/international_postgraduate_scholarships.shtml#usi তবে আর দেরি কেন, আবেদন করুন আজই।