ফটোগ্রাফারদের সম্পর্কে আপনার যে কয়টি মারাত্মক ভুল ধারণা!
- ক্যারিয়ার ডেস্ক
ফটোগ্রাফার, একটি সাধারণ ছবিকে অসাধারণ করে তোলার ক্ষমতা রাখেন যিনি। ফটোগ্রাফির কাজটি অনেক আকর্ষণীয়, অ্যাডভেঞ্চারমূলক এবং নতুন ধরণের একটি কাজ। কিন্তু অনেকেই মনে করে এই কাজটি আসলে তেমন কিছুই নয়। সেকারণে অনেকেই ফটোগ্রাফারদের প্রাপ্য সম্মানটুকু দিতে পারেন না বা চান না। তাদের কাছে ফটোগ্রাফারদের কাজটি একেবারেই ফেলনা।
এমন লোকের সংখ্যা নেহায়েত কম নয়। খুজলে অনেককেই ফটোগ্রাফারদের সম্পর্কে অদ্ভুত হাস্যকর কিছু ভুল ধারণা পোষণ করতে দেখা যাবে। সাধারণ মানুষের মনে এই ধারণাগুলো একেবারে গেঁথে বসে আছে। চলুন দেখে নেয়া যাক সেই হাস্যকর ভুল ধারণাগুলো।
শুধুমাত্র ক্যামেরা টেপাটেপির কাজ
অনেকেরই ধারণা ফটোগ্রাফাররা শুধুমাত্র ক্যামেরার বাটন টেপার কাজটিই করেন। তারা জানেনও না একজন ফটোগ্রাফার যখন ছবি তোলেন তখন তাকে কতোদিক খেয়াল রাখতে হয়। এক্সপোজার, কম্পোজিশন, শাটার স্পীড, আইএসও, অ্যাপারচার, ফোকাস মোড আরও কতো দিক ঠিক করেই একটি ছবি তুলতে হয়।
বন্ধু ফটোগ্রাফার ফ্রিতে কাজ করে দেবেন
অনেকেই ভাবেন বন্ধু ফটোগ্রাফার, তাহলে কোনো প্রয়োজনে তাকে ডাকলে তাকে কোনো খরচ দেয়া লাগবে না। এটি অনেক বড় ধরণের হাস্যকর ধারণা। একজন ফটোগ্রাফার তার ক্যামেরা ব্যবহার করে যথেষ্ট পরিশ্রম করেই ছবি তোলেন। তার ন্যায্য মূল্য তাকে দেয়া উচিৎ, তিনি সম্পর্কে যিনিই হোন না কেন।
দামী ক্যামেরায় ভালো ছবি উঠে
অনেকেই আছেন যারা ফটোগ্রাফারের দক্ষতা নয় তার ক্যামেরার মূল্য দিয়ে তাকে বিচার করে থাকেন। কিন্তু ছবি তুলতে না জানলে যতো দামী ক্যামেরাই হোক না কেন ছবি ভালো আসার কোনো কারণ নেই। এই ভুল ধারনাটিও অনেক হাস্যকর।
অনেক সুন্দর ছবি, নিশ্চয়ই ফটোশপ করা
কোনো সুন্দর একটি ছবি দেখলেই মানুষজন মনে করেন এটি ফটোশপের মাধ্যমে সুন্দর করে তোলা হয়েছে। এটি সম্পূর্ণ ভুল একটি ধারণা। ফটোগ্রাফাররা ছবি তোলা এবং একটি ছবিতে খুঁটিনাটি সব কিছুর সম্পর্কেই পড়ালেখা করেছেন। তারা একটি অসাধারণ ছবি তুলতেই পারেন। হ্যাঁ, কিছু ছবি অবশ্যই ফটোশপ করা হয়। কিন্তু তাই বলে সবাই ফটোশপে কাজ করেই ছবিকে অসাধারণ করে তোলেন না। ফটোগ্রাফারদের একটি অসাধারণ সুন্দর ছবি তোলার ক্ষমতাও রয়েছে।
ভালো ফটোগ্রাফি করতে ফটোগ্রাফির উপর জ্ঞানের প্রয়োজন নেই
নীতি জান্নাতুল: অনেকেই আছেন ক্যামেরা কিনে নিজেকে ফটোগ্রাফার ভাবা শুরু করেন।ফটোগ্রাফির উপর আলাদা করে জ্ঞান নেয়ার প্রয়োজন মনে করেন না। এই ধারণাটি শুধু ভুলই নয় বরং অনেক হাস্যকরও বটে। কারন ফটোগ্রাফি করতে ক্যামেরার পাশাপাশি প্রয়োজন ফটোগ্রাফি সম্পর্কে সঠিক জ্ঞান এবং অধ্যাবসায়। কেবলমাত্র সঠিক জ্ঞান এবং নিয়মিত অধ্যাবসায়ই পারে একজনকে ভালো ফটোগ্রাফার হিসেবে গড়ে তুলতে। এক্সপোজার, কম্পোজিশন, শাটার স্পীড, আইএসও, অ্যাপারচার, ফোকাস মোড ইত্যাদি সম্পর্কে যেমন সঠিক ধারণার প্রয়োজন তেমনি প্রয়োজন নিয়মিত অধ্যাবসায়।