পড়ার বিষয় লেদার ইঞ্জিনিয়ারিং
- ক্যারিয়ার ডেস্ক
বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে চামড়া একটি অন্যতম খাত। চামড়া ও চামড়াজাত শিল্পেগুর বিকাশে প্রয়োজন দক্ষ জনশক্তির। আর চামড়াশিল্পের জন্য দক্ষ জনশক্তি তৈরিতে সহায়তা করে ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি ইনস্টিটিউট।
ভর্তির যোগ্যতা : ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে ভর্তি-ইচ্ছুকদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটে আবেদন করতে হয়। যেসব বিষয় পড়ানো হয়: ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে প্রতি শিক্ষাবর্ষে তিনটি বিষয়ে শিক্ষার্থী ভর্তি করানো হয়। বিষয়গুলো হলো লেদার ইঞ্জিনিয়ারিং, ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং ও লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং। প্রতিটি বিষয়ে ৪০ জন করে মোট ১২০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পান।
এ ছাড়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে স্নাতক ডিগ্রি নেওয়ার সুযোগ রয়েছে। আসন সংখ্যা ৬০টি।