বঙ্গবন্ধুকে নিয়ে মোবাইল অ্যাপ
- বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিজীবন এবং দিকনির্দেশনামূলক রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে তৈরি করা হয়েছে ‘বঙ্গবন্ধু’ নামে মোবাইল অ্যাপ। গুগলের অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে অ্যাপটি।
বঙ্গবন্ধু মোমোরিয়াল ট্রাস্টের জন্য অ্যাপটি তৈরি করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক উদ্বোধনের পর অ্যাপটি গুগল প্লে-স্টোরে পাওয়া যাচ্ছে। অ্যাপটিতে প্রবেশ করলে মূল মেন্যুতে বঙ্গবন্ধুর আত্মজীবনী, ভাষণ, সাক্ষাৎকার, চিঠি, বঙ্গবন্ধু ফটো গ্যালারি এবং বঙ্গবন্ধু জাদুঘর- এই ছয়টি মেনু পাওয়া যাবে।
আত্মজীবনীতে প্রবেশ করলে সংক্ষিপ্ত জীবনী এবং অসমাপ্ত আত্মজীবনী নামে দুটি সাব মেনু পাওয়া যাবে। মহান এ রাষ্ট্র নায়কের জীবন ও দর্শন তরুণ প্রজন্ম খুব সহজেই জানতে পারবে এই অ্যাপটির মাধ্যমে।