কর্মক্ষেত্রে “প্রফেশনাল” হয়ে উঠুন

কর্মক্ষেত্রে “প্রফেশনাল” হয়ে উঠুন

  • ক্যারিয়ার ডেস্ক

পেশাদারিত্ব বা প্রফেশনালিজম বর্তমানে কর্পোরেট ক্যারিয়ারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ! এটি কেবল একটি শব্দই নয়, বরং এই একটি জায়গাতে নিজেকে দক্ষ করে তুলতে পারলেই আপনি কর্পোরেট ক্যারিয়ারে খুব দ্রুত উন্নতি করতে পারবেন আর সেই সাথে সাফল্যও আপনার হাতের মুঠোয় ধরা দেবে খুব সহজেই।


  • রোজই অফিসে পৌঁছাতে হয়তো আপনার ১৫-২০ মিনিট লেট হয়ে যায়। আপনি হয়তো ভাবেন এ আর এমন কি! কেই বা খেয়াল করছে। এতে আপনার ইমেজ বা প্রমোশনের ক্ষেত্রে খুব বড় একটি বাধা হয়ে দাড়াতে পারে। তাই চেষ্টা করুন ১৫ মিনিট আগে যেভাবেই হোক অফিস বা মিটিং এ উপস্থিত থাকার। প্রফেশনাল হবার প্রথম শর্তই এটা।
  • ব্যাক্তিগত কারণে মন খারাপে ইস্যুটা ঘরের দরজাতেই রেখে আসুন। অফিসে কখনোই মেজাজ খারাপ করে বসে থাকবেন না।
  • খুব পছন্দ করে ক্যাজুয়াল পোষাক কিনেছেন, কিন্তু সেটা লোভ সামলে ছুটির দিনের জনয়ে তুলে রাখুন। অফিসে ক্যাজুয়াল, কুঁচকানো, ময়লা বা বেশি বড় বা ছোট আকারের, রংচঙ্গে পোষাক এড়িয়ে চলুন।
  • কোন কারণেই, অফিসের কোন কলিগের সাথে যত ভালো বা খারাপ সম্পর্কই থাকুক না কেন। কোন ভাবেই কোন ধরনের খারাপ, অশ্লীল কথা, বা গালি ব্যবহার থেকে বিরত থাকুন।
  • নিজের জ্ঞান ও মেধা দিয়ে যতটুকু সম্ভব সহকর্মীদের সহযোগিতা করুন। তবে আগে তাদের আপনার কাছে সহযোগিতা চাইতে দিন।
  • অফিসে এর ওর নামে গুজব বা গসিপ করা থেকে বিরত থাকুন। কেননা আজ আপনি যা বলছেন কাল তা সেই ব্যক্তির কানে পৌঁছে যেতেই পারে। সুতরাং সাবধান থাকুন!
  • অফিসে সহকর্মীদের সাথে যত ভালোই সম্পর্ক থাকুক না কেন, নিজের একান্ট ব্যক্তিগত সমস্যার কথা শেয়ার করা থেকে বিরত থাকুন।
  • যদি কোন কারণে কোন কাজে ভুল হয়েই যায়, তবে সেটি না লুকিয়ে, মিথ্যা না বলে স্বীকার করুন।

এই অভ্যাসগুলো গড়ে তোলা খুব কঠিন কিছু নয় একেবারেই! অথচ এই ছোট্ট একটি অভ্যাস আপনার কর্মক্ষেত্রের পরিবেশকে রাখবে সুস্থ ও সুন্দর আর সেই সাথে আপনাকে করে তুলবে অন্যদের চোখে রোল মডেল।হয়ে উঠুন প্রফেশনাল! favicon59

Sharing is caring!

Leave a Comment