রসায়ন শিখি ইউটিউবে

রসায়ন শিখি ইউটিউবে

  • ক্যারিয়র ডেস্ক

সারা বিশ্বে ভিডিওভিত্তিক ওয়েবসাইট ইউটিউবের র‌্যাকিং যেখানে দুই নম্বরে, সেখানে বাংলাদেশে এই ওয়েবসাইটিটির স্থান গুগলেরও ওপরে, অর্থাৎ এক নম্বরে। বেশির ভাগ মানুষ এখন যেকোনো সমস্যায় ইউটিউবে ভিডিও টিউটরিয়ালের জন্য সার্চ করে। শিক্ষার্থীরাও চাইলে ইউটিউবকে বানিয়ে নিতে পারে নিজের কোচিং সেন্টার। এখানে ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে দেশ-বিদেশের শিক্ষকরা নানা বিষয় বুঝিয়ে থাকে।

এবার রসায়ন বিষয়ে ইউটিউবের দুটি চ্যানেল সম্পর্কে ধারণা নেওয়া যাক।

গেট কেমিস্ট্রি হেল্প : https://www.youtube.com/user/GetChemistryHelp এই চ্যানেলে ড. কেন্ট রাসায়নের সাধারণ বিষয়গুলো ধারাবাহিকভাবে আলোচনা করেছেন। এই চ্যানেল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা ভালো সহায়তা পেতে পারে। মোল ক্যালকুলেশন, ইউনিট কনভার্সান, গুরুত্বপূর্ণ সংখ্যা, কেমিক্যাল ফরমুলা এসব শ্রেণিতে ভাগ করে তিনি অসংখ্য ভিডিও আপলোড করেছেন, যা দেখে শিক্ষার্থীরা সহায়তা নিতে পারে।

মিস্টার গ্রডস্কি কেমিস্ট্রি : www.youtube.com/user/MrGrodskiChemistry চ্যানেলে প্রতিটি বিক্রিয়া কিভাবে হচ্ছে এর কার্যপদ্ধতি কী, এমনকি সেই বিক্রিয়াটা হাতে-কলমে করেও দেখানো হয়। ভার্চুয়াল ল্যাব ক্যাটাগরিতে বিভিন্ন পরীক্ষণ করে দেখানো হয়েছে। এ ছাড়া আছে রসায়নের বিভিন্ন বিষয়ের ওপর রিভিউ। রসায়নের বিভিন্ন সূত্র ধরে ধরে সেটি বোঝানো হয়েছে।

সূত্র: কালের কণ্ঠfavicon59

Sharing is caring!

Leave a Comment