সফল ক্যারিয়ারের জন্য মেনটরের প্রয়োজনীয়তা

সফল ক্যারিয়ারের জন্য মেনটরের প্রয়োজনীয়তা

  • ক্যারিয়ার ডেস্ক

পরামর্শক বা Mentor হচ্ছে এমন একজন ব্যাক্তি যে কিনা তার কর্মজীবী বন্ধুকে বিভিন্ন কাজে কর্মে সহযোগিতা করবে। একজন পরামর্শদাতা প্রায় সব বিষয়ে জ্ঞান রাখেন। তিনি তার বন্ধু কিংবা শিষ্যকে বিপদের সময় কিংবা অন্য যেকোনো কাজে পরামর্শ দেওয়ার মাধ্যমে সহযোগিতা করে থাকেন।


প্রত্যেক মানুষের জীবন চলার পথে একজন পরামর্শদাতার প্রয়োজন পড়ে। বিশেষ করে ক্যারিয়ারের ক্ষেত্রে একজন পরামর্শদাতার গুরুত্ব অপরিসীম। একজন যোগ্য পরামর্শদাতা চাইলে একজন মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারেন।

একজন পরামর্শক আপনাকে কিভাবে সাহায্য করতে পারেন?

১। একজন ভালো পরামর্শদাতা আপনি ও আপনার সহকর্মী কিংবা বসের মধ্যকার যেকোন সমস্যা খুব সহজেই সমাধান করে দিতে পারেন।
২। আপনাকে নতুন সুযোগের সন্ধান দিতে পারেন একজন যোগ্য পরামর্শদাতা।
৩। চাকরিতে ভালো করার জন্য নতুন নতুন দক্ষতা অর্জনে সহায়ক হতে পারেন এক পরামর্শক।
৪। কোন চাকরির প্রস্তাবটি গ্রহণ করবেন ও কোনটি বর্জন করবেন তার সিদ্ধান্ত নেওয়ার জন্য একজন পরামর্শক মূখ্য ভূমিকা রাখতে পারেন।

গুরু-শিষ্য সম্পর্ক কিভাবে তৈরি করবেন?

এ সম্পর্ক তৈরি হতে পারে ফরমালি কিংবা ইনফরমালি। কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা পরামর্শ দেওয়ার জন্য ফরমাল প্রোগ্রামের আয়োজন করে থাকে। আপনি চাইলে পরামর্শের জন্য এ ধরণের ফরমাল প্রোগ্রামের সহায়তা নিতে পারেন। তবে, এ সম্পর্ক তৈরির ইনফরমাল প্রক্রিয়াটি সবচেয়ে কার্যকর ও শক্তিশালী। আপনি যখন নতুন কোন কাজে যোগদান করবেন ওখানকার দুই একজন সিনিয়র যাদের প্রতি আপনার মন থেকে শ্রদ্ধা জন্ম নেয় তাদের সাথে সম্পর্ক তৈরি করুন। আপনি আপনার জীবনের ছোটখাট যেকোন সমস্যা তাঁর সাথে বিনিময় করুন ও সমাধান নেওয়ার চেষ্টা করুন। দেখবেন একটা সময় তাঁর সাথে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে এবং আপনি ক্যারিয়ার নিয়ে সব ধরণের সমস্যা তার কাছ থেকে সমাধান করতে পারছেন।

পরামর্শক বাছাইয়ের ও তাঁর সাথে কাজ করার কিছু টিপস:

  • এমন একজনকে পরামর্শক হিসেবে বাছাই করুন যার জীবনের লক্ষ্য আপনার জীবনের লক্ষ্যের সাথে মিলে যায়।
  • এমন একজনকে বাছাই করুন যার ক্যারিয়ার ও আপনার ক্যারিয়ার একই।
  • হাতে সময় নেই এমন মানুষকে পরামর্শক হিসেবে বাছাই করা ঠিক নয়, আপনাকে যথেষ্ট সময় দেওয়ার মত সুযোগ যার আছে তাকেই পরামর্শক হিসেবে বেছে নিন।
  • আপনার সম্ভাব্য পরামর্শকের সাথে সম্পর্ক তৈরির জন্য আপনাকে প্রথমে এগিয়ে আসতে হবে, কারণ প্রয়োজনটা আপনার।
  • সম্পর্ক তৈরির জন্য আপনাকে অবশ্যই যথেষ্ট সময় দিতে হবে।

একদিন হয়তো আপনিই হয়ে যাবেন একজন পরামর্শক। আপনি হয়তো অনেক নতুনকে তখন পরামর্শ দিবেন। কিন্তু যত ভালো অবস্থানেই যান আপনার গুরু কিংবা পরামর্শকের প্রতি কখনোই অশ্রদ্ধা প্রদর্শন করা যাবে না। favicon59

Sharing is caring!

Leave a Comment