আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতি
- ক্যারিয়ার ডেস্ক
IELTS পরীক্ষা নিয়ে উৎকন্ঠার কিছু নেই। সঠিকভাবে নিয়মিত প্রস্তুতি নিন। যথেষ্ট ভালো স্কোর করা সম্ভব। তবে শুরুতেই লক্ষ্য স্থির করে নিন। ইংরেজিতে আপনার বর্তমান দক্ষতা অনুযায়ীই লক্ষ্য ঠিক করুন। কেননা রাতারাতি ভালো স্কোর করা সম্ভব নয়। আবার ইংরেজিতে আপনি যথেষ্ট দক্ষ হলেও কোনো প্রস্তুতি ছাড়া পরীক্ষা দিয়ে আশানুরূপ স্কোর করা সম্ভব নয়। প্রতিদিনের কাজের মধ্যেই অন্তত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখুন IELTS এর জন্য। কত দিন ধরে প্রস্তুতি নেবেন, এটা আপনার দক্ষতার ওপর নির্ভর করে। অন্তত তিন মাস সময় হাতে রাখা ভালো। প্রশ্নপত্র সমাধান করাটা প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঘড়ি ধরে প্রশ্নপত্র সমাধান করুন। সম্ভব হলে পরীক্ষার পরিবেশে একসঙ্গে সব অংশের পরীক্ষা দিন।
কেমব্রিজ থেকে প্রকাশিত IELTS পরীক্ষার প্রশ্নপত্র ঢাকার নীলক্ষেতে কিনতে পাওয়া যায়। এগুলো সমাধান করুন। বাজারে অসংখ্য বই পাবেন। তবে সবই নির্ভরযোগ্য এ কথা বলা যায় না। এ পরীক্ষার জন্য কোচিং করবেন কি না এটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। তবে যাই করুন বাড়িতে নিজে পড়াশোনা করতে হবে। IELTS নিবন্ধনের সময় প্রস্তুতির জন্য দুটি ছোট বই দেওয়া হয়। এগুলো ভালোমতো পড়ুন ও সমাধান করুন। ব্যাকরণের অনেক খুঁটিনাটি জানতে পারবেন। এমন অনেক বিষয় যা স্কুল-কলেজে পড়েছেন কিন্তু এখন মনে নেই তা্ও ঝালিয়ে নিতে পারবেন। এ পরীক্ষা নিয়ে অনেকের কাছ থেকে অনেক রকম কথা শুনতে পাবেন। এতে দ্বিধা বা উৎকন্ঠায় ভুগবেন না। IELTS সম্পর্কে যেকোনো তথ্য পেতে সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হলো ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি বাংলাদেশ। ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরিতে প্রস্তুতির জন্য প্রচুর ভালো বই পাবেন। তবে এগুলো ব্যবহারের জন্য লাইব্রেরির সদস্য হতে হবে। ঢাকার নীলক্ষেত থেকে যেনতেন বই কিনে অর্থ ও সময় নষ্ট না করাই ভালো। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, আইডিপি অস্ট্রেলিয়া এবং ব্রিটিশ কাউন্সিলের সরাসরি তত্ত্বাবধানেই IELTS পরীক্ষা হয়। তাদের কাছ থেকেই যখন সরাসরি তথ্য পাচ্ছেন, তখন অন্য কোথাও যাওয়াটা মোটেও বুদ্ধিমানের কাজ নয়।
-
কোন বইগুলো কাজে দিবে
লিসেনিং : লিসেনিং-এর জন্য কেমব্রিজ এর সিরিজ আছে। খুব ভালো। তবে প্রথম দুটো খুব সাধারণ মানের। ভালো কিছু শেখা যাবে ৩, ৪, ৫, ৬ এই বইগুলো থেকে। এই বইগুলো সিডিসহ কিনতে হবে। অথবা কারো থেকে সফ্ট কপি সংগ্রহ করে নিতে পারেন।
রিডিং : অধিকাংশ শিক্ষার্থীদের মতে রিডিং-এর জন্য সাইফুর’স এর বইটা সহজ এবং বোধগম্য।
রাইটিং : রাইটিং-এর জন্য ভালো বই হচ্ছে Moniruzzaman’s IELTS Writing বইটি।
স্পিকিং : স্পিকিং এর জন্য Khan’s Cue-Card 1 এবং 2 বেশ কার্যকরী।
-
IELTS প্রস্তুতি নিয়ে আরও কিছু তথ্য
১. শুরুতেই একটি মডেল টেস্ট দিন এতে নিজের দক্ষতা সম্পর্কে ধারণা পাবেন।
২. কত নম্বর পেলে স্কোর কেমন হবে, এটা নিশ্চিত করে বলা যায় না। ব্রিটিশ কাউন্সিল থেকে এ ব্যাপারে খোঁজ নিতে পারেন।
৩. ভুল বানানের জন্য নম্বর কমে যায় তাই বানানে সতর্ক হোন।
৪. যে কয় শব্দে উত্তর দিতে বলা হয়, সে কয় শব্দই লিখতে হবে। দুটি শব্দের মধ্যে উত্তর লিখতে বললে আপনি এক বা দুই শব্দ ব্যবহার করতে পারেন। কিন্তু দুইয়ের বেশি শব্দ হলে নম্বর পাবেন না।
৫. ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যায় না। কাজেই সব প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করুন।
৬. স্পিকিংয়ে (speaking) ভালো করতে হলে বন্ধুবান্ধব, পরিচিতদের সঙ্গে ইংরেজিতে কথা বলার অভ্যাস করুন। অনেকে খুব ভালো ইংরেজি জানেন। কিন্তু বলতে অসুবিধা বোধ করেন। তাই নিয়মিত চর্চা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
৭. প্রশ্নপত্র সমাধান করে আপনি নিজেই অনেকখানি মূল্যায়ন করতে পারবেন। তবে আরও নির্ভরযোগ্যতার জন্য মক টেস্ট (Mock Tast) দিতে পারেন। ব্রিটিশ কাউন্সিল, উইংসসহ বিভিন্ন কোচিং সেন্টার যেমন সাইফুরস, মেন্টরস, গেটওয়েতে নির্দিষ্ট ফি’র বিনিময়ে মক টেস্ট দেওয়া যায়।
পরীক্ষা পদ্ধতি সম্পর্কে খুব ভালোভাবে জেনে নিন।
৮. পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে হবে মেয়াদ আছে এমন একটি পাসপোর্ট
৯. কলম, পেন্সিল, রাবার ইত্যাদি পরীক্ষার প্রয়োজনীয় সামগ্রী ছাড়া ব্যাগ, মোবইল ফোন বা অন্য কিছু নেওয়া যাবে না।
-
কোথায়, কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে
১. IELTS এর রেজিস্ট্রেশন করতে হবে ব্রিটিশ কাউন্সিলের ঢাকা, চট্টগ্রাম অথবা সিলেট শাখা থেকে। তাদের অনুমোদিত ‘রেজিস্ট্রেশন পয়েন্ট’ সাইফুর’স, গেটওয়ে ও মেনটরস থেকেও রেজিস্ট্রেশন করা যাবে। পরীক্ষার তিন থেকে চার সপ্তাহ আগেই রেজিস্ট্রেশন করা ভালো।
২. পরীক্ষার্থীরা অনলাইনেও রেজিস্ট্রেশন করতে পারবেন। ফি পরিশোধ সংক্রান্ত দিকনির্দেশনা অনলাইনেই পাওয়া যাবে। ব্রিটিশ কাউন্সিলের অফিশিয়াল সাইটের ‘রেজিস্ট্রার ফর আইইএলটিএস’ থেকে ‘রেজিস্ট্রার অনলাইন’ এ ক্লিক করে প্রয়োজনীয় তথ্য এন্ট্রির মাধ্যমে পরীক্ষার্থীরা সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন করতে খরচ পড়বে ১৪,৫০০ হাজার টাকা।
৩. রেজিস্ট্রেশনের ক্ষেত্রে পরীক্ষার্থীর পাসপোর্ট থাকা আবশ্যক। রেজিস্ট্রেশনের সময় পাসপোর্টের ১ম ৪ পৃষ্ঠার ফটোকপি জমা দিতে হবে।
৪. তিন কপি সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ছবি লাগবে। ছয় মাসের অধিক পুরানো ছবি এবং রেজিস্ট্রেশন ফরমে চশমা পরিচিত ছবি গ্রহণযোগ্য নয়।
নিবন্ধন ফর্ম কাছের কোন ব্রিটিশ কাউন্সিল অফিস অথবা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ব্রাঞ্চের বুথে অথবা রেজিস্ট্রেশন পয়েন্টে জমা দিতে হবে।
পরীক্ষা খরচ ব্যাংক ড্রাফট অথবা নগদ অর্থের মাধ্যমে ব্রিটিশ কাউন্সিলে অথবা রেজিস্ট্রেশন পয়েন্ট অথবা ব্রিটিশ কাউন্সিলের ডিপোজিট স্লিপ পূরন করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের শাখাগুলোতে জমা দিতে পারেন। অারও বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
ব্রিটিশ কাউন্সিল
৫ ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন: 09666 773377
ওয়েব: www.britishcouncil.org.bd
সাইফুর’র
সুবাস্তু টাওয়ার (৪র্থ তলা), ৬৯/১ গ্রীণ রোড
পান্থপথ, ঢাকা।
ফোন: 9118511, 01824 999888
ওয়েব: www.saifurs.org
গেটওয়ে
বাড়ি-৫৫/এ, রোড-৪/এ, ধানমন্ডি, ঢাকা।
ফোন: 9634622, 9634623, 01766666671
ওয়েব: www.gatewaystudies.com.bd
মেন্টরস
১৬৬/১ মিরপুর রোড, কলাবাগান, ঢাকা।
ফোন: 9131828, 9141795
ওয়েব: www.mentors.com.bd
প্রস্তুতি নিন অনলাইনেও
IELTS পরীক্ষার প্রস্তুতি এবং ভালো স্কোর পেতে সহায়ক এমনসব তথ্য দিয়ে সাজানো হয়েছে বেশ কিছু ওয়েবসাইট। রাইটিং, রিডিং, স্পিকিংয়ের ওপর বিশদ ধারণা, লেসন, অডিও টিউটোরিয়ালসহ প্রয়োজনীয় সব কিছুই যুক্ত করা হয়েছে এসব সাইটগুলোতে। জেনে নিন IELTS প্রস্তুতিতে সহায়ক এমন কিছু ওয়েবসাইটের ঠিকানা।
www.britishcouncil.org
www.ielts-exam.net
http://www.cambridgeenglish.org/
www.uefap.co.uk
সবশেষে মনে রাখবেন, IELTS অনেক কঠিন একটি পরীক্ষা বটে কিন্তু অসম্ভব কিছু নয়। অভিজ্ঞদের মতে, ইংরেজিতে মোটামুটি দক্ষ হলেও এ পরীক্ষায় ভালো স্কোর সম্ভব। সুতরাং ভয় পেলে জয় করবেন কীভাবে? তাই আত্নবিশ্বাসের সাথে প্রস্তুতি নিন। জয় হোক আপনার।