চক ষ্টীক তৈরি ব্যবসা

চক ষ্টীক তৈরি ব্যবসা

  • উদ্যোক্তা ডেস্ক 

সম্ভাব্য পুঁজি:
২০০০০ টাকা থেকে ৫০০০০ টাকা পর্যন্ত
সম্ভাব্য লাভ:  
১০টি চকের একটি প্যাকেট উৎপাদনে খরচ হয় তিন থেকে পাঁচ টাকা। বিক্রি করা যায় ১০ থেকে ১২ টাকা।
সুবিধা:    
প্লাস্টার অব প্যারিস, চায়না ক্লে, কুইক লাইম, গাম মেটাল, ক্যালসিয়াম হাইড্রো-অক্সাইড এবং কালারিং অক্সাইড, কেরোসিন ও বাদাম তেল এবং একটি খালি ড্রাম।
যা প্রয়োজন:    
চক তৈরির উপাদানের মণ্ডগুলো কাস্টিং করার আগে কেরোসিন ও বাদাম তেলে ভালো করে মিশিয়ে নিতে হয়। সাধারণত ৪ : ১ অনুপাতে মিক্সার করতে হয়। এরপর একটি বড় বালতির  ভেতরে পরিমাণমতো পানি নিয়ে প্লাস্টার অব প্যারিস দিয়ে ঘন মন্ড তৈরি করতে হবে। তরল ঘন মন্ড চক তৈরির ডাইসে ঢালার কয়েক মিনিটের মধ্যে তা শক্ত হয়ে আসে। ডাইস থেকে বের করে রোদে শুকিয়ে নিয়ে প্যাকেটে ভরে বাজারজাত করা যায়। চকের উজ্জ্বলতা বাড়াতে মন্ডের সঙ্গে সামান্য নীল ব্যবহার করা হয়।
প্রস্তুত প্রণালি:    
সব শিক্ষাপ্রতিষ্ঠানেই চক ব্যবহার করা হয়। এ ছাড়াও দর্জি বা ফার্নিচারের দোকানে মার্কিং করার জন্য চকের ব্যবহার হয়। গ্রামগঞ্জের প্রতিটি মুদি দোকানে চকের সাপ্লাই দেওয়া যায়।
বাজারজাতকরণ:  
দক্ষ শ্রমিক দিয়ে কাজ করানো যায়। তাই নিজের যোগ্যতার তেমন প্রয়োজন নেই।favicon59

Sharing is caring!

Leave a Comment