কুয়েতে চাকরির সুযোগ

কুয়েতে চাকরির সুযোগ

  • ক্যারিয়ার ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আইটি-সংক্রান্ত পদে বেসামরিক ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান পদে অস্থায়ী এবং ডেপুটেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। দক্ষ ও অভিজ্ঞ বেসামরিক পুরুষ প্রার্থীদের মধ্য থেকে এ নিয়োগ দেওয়া হবে। চার বছর মেয়াদকালের এ চাকরির কর্মস্থল হবে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে। আবেদন করতে হবে ২৯ সেপ্টেম্বরের মধ্যে।

যেসব পদে নিয়োগ

যেসব পদে লোকবল নিয়োগ করা হবে, পদগুলো হচ্ছে- প্রোগ্রামার দু’জন, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার একজন, ইউজার ইন্টারফেস ডেভেলপার দু’জন, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার চারজন, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর একজন, গ্রাফিক ডিজাইনার দু’জন, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিউরেন্স একজন, মাইক্রোসফট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর দু’জন, এন্টারপ্রাইজ সিস্টেম আর্কিটেক্ট পদে দু’জন, আইটি সিকিউরিটি অ্যানালিস্ট পদে একজন, টেকনিক্যাল রাইটার দু’জন, আইটি অ্যাপ্লিকেশন সাপোর্ট স্পেশালিস্ট দু’জন, আইটি সার্ভিস ম্যানেজমেন্ট স্পেশালিস্ট একজন, সান সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর দু’জন, আইবিএম টাইভলি বা ম্যাক্সিমো অ্যাসেট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট তিনজন, আইটি সিকিউরিটি অ্যানালিস্ট একজন, টেকনিক্যাল সিকিউরিটি অ্যানালিস্ট একজন এবং ডাটা সেন্টার অপারেটর দু’জন নিয়োগ প্রদান করা হবে।

আবেদন যোগ্যতা
আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে নূ্যনতম স্নাতকসহ দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া আবেদনের জন্য বয়স ২৪-৪০ বছর এবং উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৭ ইঞ্চি হতে হবে।

বেতন-ভাতা
ডেপুটেশন গমনের তারিখ থেকে চার বছর হবে চাকরির মেয়াদ। চুক্তি অনুযায়ী কুয়েতে ডেপুটেশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার/জেসিও/এনসিও পদবির ভাতার অনুরূপ প্রাপ্য হবে, যা কুয়েত/বাংলাদেশ সরকার কর্তৃক পরিবর্তন যোগ্য। এ ছাড়া বিনামূল্যে পাওয়া যাবে চিকিৎসা ও সামরিক পোশাক। সিএসও-২/৩/৪ পদবির সদস্যরা সপরিবারে থাকার সুযোগ পাবেন এবং বিনামূল্যে পরিবারের চিকিৎসা ও সন্তানের লেখাপড়াও করাতে পারবেন।

বিস্তারিত
আগ্রহী প্রার্থীরা ব্যাংক ড্রাফট, দরখাস্ত ও অন্যান্য নথিপত্র সেনাসদর, জিএস শাখা, আইটি পরিদপ্তর, ঢাকা সেনানিবাস বরাবর ডাকযোগে কিংবা সরাসরি পৌঁছাতে হবে। এ ছাড়া বিস্তারিত জব অ্যাপ্লিকেশন পাওয়া যাবে www.army.mail.bd/news events and publication -এই ওয়েবসাইট থেকে।

সূত্র: সমকালfavicon59

Sharing is caring!

Leave a Comment