পড়ার বিষয় : মেডিকেল টেকনোলজি

পড়ার বিষয় : মেডিকেল টেকনোলজি

  • ক্যারিয়ার ডেস্ক

বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে এখন দেশে এমন অনেক পেশা রয়েছে যেগুলোতে শিক্ষাজীবন শেষ করার আগেই কর্মের প্রস্তাব আসে। তেমনই একটি ক্ষেত্র হচ্ছে মেডিকেল টেকনোলজি। চিকিৎসা সেবায় এই পেশা অধিক সম্মানজনক। চিকিৎসা সেবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রোগীর যে কোনো রোগ নিরূপণ ও নিরাময়ে বিভিন্ন পরীক্ষণ-নিরীক্ষণ ও ওষুধ, যা মূলত ডেন্টাল, প্যাথলজি, ল্যাবরেটরী, ফার্মেসী বিভাগের অন্তভর্’ক্ত। এই সকল বিভাগে প্রয়োজন হয় দক্ষ কর্মীর। এসব দক্ষ কর্মীরাই মেডিকেল এ্যাসিসটেন্ট ও মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে পরিচিত। সারা বিশ্বের মত বাংলাদেশেও মেডিকেল এ্যাসিসটেন্ট ও মেডিকেল টেকনোলজিস্ট ব্যাপক চাহিদা সম্পন্ন পেশা হিসেবে প্রতিষ্ঠিত। 


মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ও বিএসসি পর্যায়ে রয়েছে যথাক্রমে ৪ ও ৫ বছরের উচ্চতর শিক্ষা; বিএসসি-ইন হেল্থ টেকনোলজি ডেন্টাল এবং বিএসসি ইন হেল্থ টেকনোলজি ল্যাবরেটরি কোর্স। এ ছাড়া ডিপ্লোমা ইন ল্যাবরেটরী টেকনোলজি, ডেন্টাল টেকনোলজি, ডিপ্লোমা ইন ফার্মেসী বিষয়েও পড়ার সুযোগ রয়েছে। যা বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত।

এসব কোর্স সাফল্যের সাথে সম্পন্ন করতে পারলে আকর্ষণীয় চাকুরী তথা সম্মানি ও সম্মান দুই-ই পাওয়া যায়। বর্তমানে দেশের আধুনিক হসিপটাল ও ক্লিনিকগুলোতে মেডিকেল এ্যাসিসটেন্ট ও টেকনোলজিস্টদের আকর্ষণীয় সম্মানীর পাশাপাশি বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হয়। মেডিকেল টেকনোলজিস্ট ও মেডিকেল এ্যাসিসটেন্ট হিসেবে ভবিষ্যৎ গড়তে এই বিষয়ে ডিপ্লোমা, বিএসসি কোর্স সম্পন্ন করতে হবে। এ বিষয়ে বিএসসি করলে পদমর্যাদা বৃদ্ধি পাবে। শিক্ষানবিশ কালেও এ শিক্ষায় রয়েছে ইন্টার্নশিপের সুযোগ।

পড়াশোনা : মেডিকেল টেকনোলজি বিষয়ে পড়ার জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ড্যাফোডিল পলিটেকনিক ইসষ্টিটিউট অন্যতম।

বিশ্বায়নের পরিবর্তের হাওয়ায় সনাতনী পেশাগুলো যখন বিলুপ্তির পথে ঠিক তখনই কারিগরি শিক্ষা আজ পুরো শিক্ষা ব্যাবস্থায় এনেছে আমূল পরিবর্তন। সময়ের এই দাবিকে পূরন করতে গিয়ে স্বাস্থ্য প্রযুক্তি ও সেবা খাতে দক্ষ মানব সম্পদ তৈরিতে এবং আন্তর্জাতিক ভাবে দক্ষ মানব সম্পদ রপ্তানির জন্য এই কোর্সগুলোর ব্যাপক চাহিদা অনুধাবন করে অন্যান্য টেকনোলজির সাথে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড চালু করেছে ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি প্রোগ্রাম , যেটি জাতীয় ও আন্তর্জাতিক ভাবে উপযোগী এবং মান সম্পন্ন। স্বাস্থ্য প্রযুক্তি ও সেবা খাতের আওতায় নিম্ন লিখিত কোর্স কোর্সগুলোর পরিচিতি তুলে ধরা হলো :13839789_10209805450834561_917214795_o

  • ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরী টেকনোলজি পরিচিতি 

বিজ্ঞানের ক্রমাগত উৎকার্যতার সাথে সাথে চিকিৎসা বিজ্ঞান আজ সুপ্রতিষ্ঠিত। চিকিৎসা বিজ্ঞানের অনেকগুলো শাখার মধ্যে চিকিৎসা গবেষনা প্রযুক্তি বা মেডিক্যাল ল্যাবরেটরী টেকনোলজি চিকিৎসা বিজ্ঞানে যোগ করেছে । এবং একজন সদ্য পাশ কৃত মেডিক্যাল টেকনোলজিষ্ট চিকিৎসার অফিস থেকে শুরু করে হাসপাতাল, ক্লিনিক, এনজিও , গবেষনা ল্যাব এবং পাবলিক হেলথ্ সেন্টার গুলোতে কাজ করতে পারে। এছাড়া কেমিক্যাল ল্যাবরেটরী, জনস্বাস্থ্যা, শিল্পকারখানা, উচ্চ শিক্ষা ও স্বাস্থ্য প্রশাসন কর্ম জীবনে শুরু করতে পারেন। একজন মেডিক্যাল ল্যাব টেকনোলজিষ্ট রোগ নিরুপন ও চিকিৎসার ক্ষেত্রে অগ্রণী বূমিকা পালন করে থাকেন। বিশেষ করে টিস্যু, ব্লাড এবং অন্যান্য টিস্যুফ্লইডের দ্বারা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেযত জটিল রোগ নিরূপন ও রোগের চিকিৎসায় সহায়তা প্রদান করে।

ক্যারিয়ার প্রসপেক্টাস : একজন সদ্য পাশ কৃত মেডিক্যাল ল্যাব টেকনোলজিষ্ট নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলোতে কাজ করতে পারেন

সরকারি / বেসরকারি হাসপাতাল
ডায়গষ্টিক সেন্টার
ক্লিনিক
এনজিও
সরকারি / বেসরকারি ল্যাবরেটরী
চিকিৎসা শিক্ষায় বা মেডিক্যাল টেকনোলজি ইন্সটিটিউট

  • ডিপ্লোমা ইন ফার্মাসিটিউক্যাল টেকনোলজি পরিচিতি

চিকিৎসা বিজ্ঞানে আরেকটি অধ্যায় হল ওষুধ তত্ত্ব। রোগী এখন শুধু চিকিৎসার শরনাপন্ন হলেই হবে না তার পূর্ণ নিরাময়ের জন্য প্রয়োজন ওষুধ। আর শুরুত্বপূর্ণ এই বিভাগ কাজের জন্য মাধ্যমিক পাশের পরেই একজন ছাত্র নিজেকে জড়াওে পারেন ফার্মাজিক্যাল টেকনোজিষ্ট হিসাবে। একজন ফার্মাজিটিউক্যাল টেকনোলজির যেমন রয়েছে সরকারি / বেসরকারি সেক্টরে কাজের সুযোগ তেমনি রয়েছে রিটেইল ফার্মেসী, ইন্ডাস্ট্রিয়াল ফার্মেসী এবং হাসপাতাল ফার্মেসীতে ও সমান সুযোগ।

ক্যারিয়ার প্রসপেক্টাস : [৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ফার্মাসিটিউক্যাল টেকনোলজি কোর্স সম্পন্ন করার পর নিজে সম্পৃক্ত করতে পারেন ] নিম্ন লিখিত জায়গাতে:

 সহকারি / বেসরকারি স্বাস্থ্য ইন্সটিটিউটে
 ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসীতে
⊗ রিটেইল ফার্মাসিটিউক্যালতে
⊗ হসপিটাল ফার্মেসীতে

  • ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি পরিচিতি:-

চিকিৎসা প্রযুক্তির ক্ষেত্রে ডেন্টাল টেকনোলজি একটি যুগাক্তকারী ক্ষেত্র। যেখানে একটি ডেন্টাল সার্জনের সাথে একজন একজন ডেন্টাল টেকনোলজিষ্ট নিরবচ্ছিন্নভাবে কারিগরি সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে সম্মিলিতভাবে একজন দণ্ডরোগীদের উপশম প্রদান করে। একটি পরিসংখ্যান অনুযাযী এখনো বাংলাদেশ ডেন্টাল সার্জনের চেয়ে দ্বিগুন পরিমাণ ডেন্টাল টেকনোজিষ্ট দরকার , এ থেকে সহজেই অনুমেয় ডেন্টাল টেকনোলজষ্টিদের চাহিদার ব্যাপকতা।

ক্যারিয়ার প্রসপেক্টাস : তিন বছর মেয়াদি ডেন্টাল টেকনোজি অধ্যয়নের পর একজন ছাত্র নিম্নলিখিত কর্মক্ষেত্রে নিজেকে সম্পৃক্ত করতে পারেন।

 বিভিন্ন সরকারি / বেসরকারি ডেন্টাল কলেজ হাসপাতাল
 সরকারি / বেসরকারি ডেন্টাল কলেজে
 এনজিও (ডেন্টাল) ইউনিটে
 ডেন্টাল সার্জনের সহকারি হিসাবে
⊗ বিশ্বব্যাপী বিভিন্ন ডেন্টাল কলেজ হাসপাতাল এবং ডেন্টাল প্রজেক্টে।

তাই উপরোক্ত কোর্সগুলোর প্রয়োজনীয়তা উপলব্ধি করে এবং আন্তর্জাতিক শ্রম বাজারে এই সেক্টরে দক্ষ মানব সম্পদ রপ্তানির ক্ষেত্রে দেশীয় শ্রম বাজারের চাহিদা পূরণ করে ড্যাফোডিল পলিটেকনিক ইসষ্টিটিউট নতুন এই কোর্সেগুলোর মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।

যোগাযোগ : বাড়ি নং # ২বি, রোড নং # ১২ মিরপুর রোড , ধানমন্ডি, ঢাকা- ১২০৯ টেলিফোন: ৮১১০৮১৮, ৮১২৬৩২৪, ৮১৫২১০৫, এক্স ১০১, ১০৪, মোবাইল: ০১৭১৩৪৯৩২৪৩, ০১৭১৩৪৯৩২৪৬, ওয়েবসাইট- www.dpi.ac , ইমেইল- info@bsdi-bd.org favicon59-4

Sharing is caring!

Leave a Comment