সফলতার মন্ত্র
- ক্যারিয়ার ডেস্ক
পুরুষের পাশাপাশি সমান তালে এগিয়ে চলছেন নারীরা। কিন্তু কোন মন্ত্রবলে এসব নারী তাদের ভাগ্যের চাকা বদলেছেন, পুরুষের সমান্তরালে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন, আজ জানব সেসব নারীর কথা—
- দিশা সাগহান্দ (তহবিল সংগ্রাহক)
আন্তর্জাতিক নারী অধিকার সংস্থা ওম্যান কাইন্ড ওয়ার্ল্ডওয়াইডের ফান্ডরেইজিং শাখার প্রধান দিশা সাগহান্দ। তার মতে সফলতার মন্ত্র হলো, ‘একজন নারী উদ্যোক্তার তা-ই করা উচিত, যার প্রতি তার প্রগাঢ় ভালোবাসা রয়েছে। কারো উত্তরের অপেক্ষায় না থেকে নানা উপায়ে এগোনোর চেষ্টা করে যেতে হবে। একজন দিকনির্দেশক খুঁজে বের করুন, যার অভিজ্ঞতার ঝুলিটা বিশাল, যে আপনার সঙ্গে কখনো কাজ করেনি, কিন্তু মন থেকেই সে আপনার উন্নতি চায়।
- স্টিফেনি গ্রেইনগার (মডেল)
‘দীর্ঘ সময় স্তন ক্যান্সারে ভোগার পর আমি যখন ৬০ বছর বয়সে মডেলিংয়ে ফিরলাম, তখন আর আমার কোনো কিছুই অসম্ভব বলে মনে হয়নি। আমার কেবলই মনে হয়, যা আমি মন-প্রাণ থেকে চাই, সেখানে অন্য কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। তাই সময় নষ্ট করা যাবে না। কারণ জীবন খুব দ্রুত বদলায়। সুযোগ হাতছাড়া না করে যে কাজে আপনার উত্সাহ আছে, তাতে লেগে পড়ুন। মনে রাখবেন, কঠোর পরিশ্রম করলে কোনো কিছুই কষ্টসাধ্য বলে মনে হবে না।’
- জেনিফার জোহানসন ও নাটালি চেসি (প্রযুক্তি উদ্যোক্তা)
‘এ পেশায় নারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা অনেকটা কঠিন। কিন্তু আমরা আমাদের ক্যারিয়ার আরো এগিয়ে নিয়ে যেতে চাই। বলতে গেলে, জয় করতে চাই। এ পেশায় ক্ষমতায়ন নিশ্চিত করতে চাই। যেসব নারীর প্রযুক্তি-বিষয়ক সম্পূর্ণ ধারণা রয়েছে, তাদের জন্য পথ প্রশস্ত করতে চাই। মন যাতে সায় দেয়, ভয় পেয়ে পিছু হটলে চলবে না। ভয়কে জয় করে এগিয়ে চলাটা গুরুত্বপূর্ণ।
- ক্লেয়ার টম্পসন (সার্জন)
যেকোনো কঠিন পরিস্থিতিতে নিজেকে টেনে তুলে আনাটাই সবচেয়ে বড় শিক্ষা। প্রত্যেক সফল মানুষকেই জীবনে অনেকবার ব্যর্থতার স্বাদ নিতে হয়েছে। সফলতার মুখ তারা দেখেছে অনেক পরে। যত কঠিন সময় আসুক না কেন, কঠিন সিদ্ধান্ত নিতে ভয় পেয়ো না।
- রোজি স্টেনসার (পোলার এক্সপ্লোরার)
নারীরা কী করতে পারে, তা নিয়ে আমাদের কোনো ধারণাই নেই। ভয় পেলেও এগিয়ে চলা যেন অব্যাহত থাকে। ভয়কে পাশ কাটিয়ে সাহস সঞ্চয় করে এগিয়ে যান। যদি সফলতার শিখরে পৌঁছতে নাও পারেন, সে পথে চমত্কার কিছু আবিষ্কার করে ফেলতে পারেন।
- ডেইজি ডে ভিলেনভ (আর্টিস্ট)
কৌতূহলী মনোভাব, অন্তর্দৃষ্টি, করিত্কর্মা, দক্ষ ও উত্পাদনশীলতার সমন্বয় থাকতে হবে। আর নিজের কাজগুলো প্রদর্শনের সুযোগ থাকতে হবে।