লক্ষ্য অর্জনের পথে
- ক্যারিয়ার ডেস্ক
জীবনের লক্ষ্য অর্জনে আমাদের রাজ্যের পরিশ্রম করতে হয়। চলাফেরা এবং ব্যাবহারেও বিস্তর পরিবর্তন আনতে হয়। ক্রমান্বয়ে অবস্থান পরিবর্তন করতে হয়। চলুন, সেই লক্ষ্যেই প্রস্তুতি নিতে থাকি_
- আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন। কারণ অনেকের চেয়ে আপনি ভালো অবস্থানে আছেন। এতে করে আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এবং আরও বেশি কিছু অর্জনে কাজ শুরু করেন।
- বিষয়টি নিয়ে আমাদের ভেতর একটি ভুল ধারণা কাজ করে। বেশিরভাগ মানুষ ব্যর্থতাকে ভয় পায়। ফলে যে কাজে সফল হওয়ার সম্ভবনা কম থাকে, তারা সেগুলো করার চেষ্টা ও করে না।
- এটা খুবই স্বাভাবিক যে, আপনি আপনার লক্ষে পৌঁছানোর জন্য আগ্রহী হবেন। কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা অস্থির হয়ে ওঠেন, অথবা মুহূর্তেই সব পেতে চান।
- কোনো লক্ষ্যকে অর্জন করতে হলে প্রয়োজনীয় পদক্ষেপ ভাগ করে নিন। কারণ বড় পদক্ষেপ নিতে গেলে আমরা ভয় পেয়ে যাই এবং কাজটি করা হয় না। তাই লক্ষকে ছোট করে ভাগ করে আস্তে আস্তে এগোতে থাকুন।
- কখনোই অতিরিক্ত প্রত্যাশা করা উচিত নয়। এটি আপনার জীবনে গভীর হতাশা নিয়ে আসতে পারে। তাই বেশি কিছু প্রত্যাশা না করে প্রত্যাশার লাগাম টেনে আগান।