গার্মেন্ট বায়িং ও মার্চেন্ডাইজিংয়ে জীবিকা
- ক্যারিয়ার ডেস্ক
বহির্বিশ্বে বাংলাদেশের গার্মেন্ট শিল্পের যে সুনাম এবং অবস্থান তা সচেতন সবারই জানা। আমাদের মাথা উঁচু করে দেয় এ শিল্প। দেশে বর্তমানে প্রায় ১২ হাজার গার্মেন্ট ফ্যাক্টরি রয়েছে। আছে অসংখ্য বায়িং হাউস, সোয়েটার ফ্যাক্টরি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি এবং কোয়ালিটি কন্ট্রোল প্রতিষ্ঠান ও ফ্যাশন ডিজাইন হাউস। এসব প্রতিষ্ঠানে মার্চেন্ডাইজারের আছে চাকরির বিশাল ক্ষেত্র।
আপনি গ্র্যাজুয়েশন শেষ করে এখানে ক্যারিয়ার গড়তে পারেন অনায়াসে। গার্মেন্ট শিল্পে বায়িং অ্যান্ড মার্চেন্ডাইজিং বিষয়ে প্রশিক্ষণ নিয়েও ভালো বেতনে চাকরি করতে পারেন। তা ছাড়া পোশাক শিল্পে ক্যারিয়ার গড়তে চাইলে মার্চেন্ডাইজিংয়ে উচ্চতর ডিগ্রি নিয়ে পড়াশোনাও করতে পারেন। এতে ক্যারিয়ার আরও পোক্ত করতে পারবেন। বর্তমান চাকরির বাজারে পেশাভিত্তিক পড়াশোনার কদরও বেশ। তা ছাড়া বিশ্বে আমাদের দেশ থেকে রফতানিকৃত পোশাকের কদরের কথা তো বললামই! তাই বলা যায়, ক্যারিয়ার গঠনে ফলপ্রসূ প্র্রশিক্ষণ কোর্স হচ্ছে গার্মেন্ট বায়িং অ্যান্ড মার্চেন্ডাইজিং।
প্রশিক্ষণ
ফ্যাশন ডিজাইনিং এবং মার্চেন্ডাইজিংয়ে পড়াশোনার জন্য বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে। যেমন- রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন, ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন, স্কাই হাই ইনস্টিটিউট, পার্ল ইনস্টিটিউটসহ অনেক প্রতিষ্ঠান বিভিন্ন মেয়াদি প্রশিক্ষণ দিয়ে থাকে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ বিষয়ে পড়াশোনা করা যাবে। দু’বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সও করা যাবে। এ ছাড়া উচ্চতর পড়াশোনার জন্য রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ। এখানে বিএসসি অনার্স ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, অ্যাপারেল মার্চেন্ডাইজিং, এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং রয়েছে। আর এখানে ডিপ্লোমা ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিংয়ের কোর্সে পড়তে গ্র্যাজুয়েশন করা থাকলেই চলবে। তবে এক্সিকিউটিভ মার্চেন্ডাইজিংয়ে ভর্তি হতে এইচএসসি সার্টিফিকেটই যথেষ্ট!
জানা চাই
একজন মার্চেন্ডাইজারকে ফ্যাশন ও টেক্সটাইল বিষয়ে খুঁটিনাটি জানতে হয়। এ কোর্সগুলোতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পেশার সূচনা, ফেব্রিক, নিটওয়্যার, ফেব্রিক, সোয়েটার ডিজাইন, টেক্সটাইল, ফিনিশিং, প্রিন্টিং অ্যান্ড টেস্টিং, মান ব্যবস্থাপনা, প্যাটার্ন মেকিং, উৎপাদন পরিকল্পনা ও ব্যবস্থাপনা, কমার্শিয়াল প্রসিকিউটর, প্রিন্টিং ফ্যাশন, স্টাডিজ প্ল্যানিং, ফেব্রিক ডিজাইন, কালার মিক্সিং, বিপণন, টেক্সটাইল সায়েন ইত্যাদি বিষয়ে ব্যবহারিক ও তত্ত্বীয় শিক্ষা পাবেন, যা আপনার পেশাগত জীবনকে আরও গতিময় করে তুলবে।
কাজের ক্ষেত্র
মার্চেন্ডাইজিং দায়িত্বপূর্ণ একটি পেশা। একজন মার্চেন্ডাইজার সব সময় তার ক্রেতা বা বায়ারের সঙ্গে যোগাযোগ স্থাপন ও রক্ষণাবেক্ষণ করেন।
শুধু যোগাযোগই নয়, পোশাক তৈরির অর্ডার নেওয়া থেকে শুরু করে ও অর্ডার অনুযায়ী পোশাক সরবরাহ এবং মান নিয়ন্ত্রণের কাজটিও করে থাকেন তিনি। তা ছাড়া একজন ক্রেতা বা বায়ারের চাহিদামতো তৈরি পণ্যটি মানসম্পন্ন হয়েছে কি-না তা দায়িত্বের সঙ্গে নিশ্চিত করে থাকেন একজন মার্চেন্ডাইজার। আর তাদের কর্মক্ষেত্র হচ্ছে দেশি পোশাক শিল্প কারখানা, ইপিজেড, ফ্যাশন হাউস, টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো।
সম্ভাবনা দেশ ছাড়িয়ে
শুধু দেশে নয়, বর্তমান বিশ্ববাজারে পোশাক শিল্পের বিপুল চাহিদার কারণে অন্যসব পেশার চেয়ে এতে চাকরি পাওয়াটা বেশ সহজও বটে। একেকটি পোশাক শিল্প এবং বায়িং হাউসে প্রচুর দক্ষ লোক নিয়োগ করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে এসব পেশাদারের উচ্চ বেতনসম্পন্ন কর্মসংস্থান সুবিধা রয়েছে। এসব প্রেক্ষাপটে এ পেশার ব্যাপক দক্ষ জনবল চাহিদার কারণে আমাদের দেশেই গড়ে উঠেছে বেশকিছু শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান। আপনি চাইলে এসব প্রতিষ্ঠানের মাধ্যমেই দেশের বইরে চাকরি খুঁজে নিতে পারেন। আর দেশের অসংখ্য প্রতিষ্ঠান তো বসেই আছে আপনার চাকরি নিয়ে।
বেতন-ভাতা
তবে মার্চেন্ডাইজারদের বেতননির্ভর করবে কাজের অভিজ্ঞতা ও দক্ষতার ওপর। শুরুটা ২০ থেকে ২৫ হাজার টাকায় হলেও অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে একজন মার্চেন্ডাইজারের বেতন এক থেকে দেড় বছরে বেতনের অঙ্ক লাখের কোঠায় যেতে পারে। তা ছাড়া চার থেকে ছয় বছরের মধ্যে অন্যান্য সুযোগ-সুবিধাসহ বেতন দুই থেকে তিন লাখে পেঁৗছে যায়। এ ক্ষেত্রে একজন মার্চেন্ডাইজারের ইংরেজি জ্ঞান ও যোগাযোগের ওপর নির্ভর করে তার কাজের দক্ষতা। সে সঙ্গে সুন্দর উচ্চারণে কথা বলতে পারা ও স্মার্টনেস আপনার কাজের গতিকে আরও বাড়িয়ে দেবে।
আশার আলো
বিগত দুই যুগ ধরে পোশাকশিল্প রফতানি এবং কর্মসংস্থানের প্রধান ক্ষেত্র হলেও এ সেক্টরে এখনও দক্ষ কর্মীর অভাব রয়েছে। অন্যদিকে বিভিন্ন বিষয়ের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার কারণে পোশাক শিল্পে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি এর ক্ষেত্রও দিন দিন বাড়ছে। ফলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে। মার্চেন্ডাইজার হতে উচ্চ ডিগ্রির প্রয়োজন নেই। যে কোনো বিষয়ে অনার্স-মাস্টার্স করে এ পেশায় আসতে পারেন।
এসএসসি বা এইচএসসি শেষেও
এসএসসি বা এইচএসসি পাসকৃত ছাত্রছাত্রীরা মার্চেন্ডাইজিং কোর্স করেও পেশাটাকে বুকে টেনে নিতে পারেন। বর্তমানে বাংলাদেশে এ বিষয়ের ওপর অনার্স ও ডিপ্লোমা কোর্স চালু হয়েছে। অনার্স কোর্স করতে চার বছর সময় লাগায় অনেকে ডিপ্লোমা কোর্সের প্রতি ঝুঁকছে। গার্মেন্ট শিল্পে বায়িং অ্যান্ড মার্চেন্ডাইজিং বিষয়ে প্রশিক্ষণ নিয়ে উচ্চ বেতনে সম্মানজনক চাকরি করার সুযোগ দেশে অনেক আগে থেকেই সৃষ্টি হয়ে আছে। তবে সংশ্লিষ্ট বিষয়ের ডিগ্রিধারী না থাকায় দেশে অর্জিত বৈদেশিক মুদ্রার বেশিরভাগই বিদেশে চলে যাচ্ছে। ফলে পোশাক শিল্পে ক্যারিয়ার গড়তে চালু হয়েছে মার্চেন্ডাইজিংয়ের মতো বিষয় নিয়ে উচ্চতর ডিগ্রি।
অর্থনৈতিক প্রতিযোগিতামূলক চাকরির বাজারের কথা মাথায় রেখে এ পেশাকে বুক ফুলিয়ে আপন করে নিতে পারেন!