এড়িয়ে চলুন ৭ সহকর্মীকে
- বদমেজাজী
এমন অনেক মানুষ আছে যারা পরিস্থিতি না বুঝেই রেগে যায়, নিজের আবেগ অনুভূতির ওপর এদের কোনো নিয়ন্ত্রণ নেই। এ ধরনের মানুষকে আপনার ওপর অকারণে রেগে যাওয়ার সুযোগ করে দেবেন না। এদের কাছ থেকে একটু দূরে দূরে থাকুন।
- ঝামেলা সৃষ্টিকারী
এ ধরনের মানুষের উদ্দেশ্যই থাকে একজনের সঙ্গে অন্যজনের ঝামেলা সৃষ্টি করা। এতে নিজের কোনো প্রত্যক্ষ লাভ থাকুক বা নাই থাকুক ঝামেলা সৃষ্টি করে এরা প্রশান্তি অনুভব করে। এ ধরনের মানসিক রোগীদের এড়িয়ে চলুন।
- অহঙ্কারী
নাক উঁচু স্বভাবের মানুষ নিজেদের মেকি অহঙ্কারের নিচে আপনার আত্মবিশ্বাসকে দমিয়ে ফেলতে পারে। নিজেদের কাজের মান ভালো না থাকলেও এদের অহঙ্কার কমে না। এদের আগ্রাসী অহঙ্কারকে কখনোই প্রশ্রয় দিয়ে নিজের ক্ষতি ডেকে আনবেন না।
- ঈর্ষাকাতর
আপনার খুব কাছের মানুষ হয়েও এরা আপনাকে ঈর্ষা করতে পারে। আপনার ভালো, আপনার উন্নতি এরা কখনোই ভালো মনে মেনে নিতে পারে না। এ ধরনের মানুষ আপনার বিশ্বাসের মূল্য নাও দিতে পারে। তাই এদের চিনুন এবং এড়িয়ে চলুন।
- আত্মকেন্দ্রিক
এরা সারাক্ষণ নিজেকে নিয়েই ব্যস্ত। নিজের ভালো-মন্দ, নিজের প্রয়োজন ছাড়া এরা আর কিছুই বোঝে না। আপনার প্রয়োজনে আপনি এদের কখনও পাবেন না। তাই এ ধরনের মানুষের সঙ্গ আপনার না হলেও চলবে।
- পরচর্চাকারী
এরা গঠনমূলক সমালোচনা না করে অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে গল্প ছড়ায়। অন্যকে মজার বিষয়ে পরিণত করে এরা আনন্দ পায়। তাই এ ধরনের মানুষকে প্রশ্রয় না দেওয়ার জন্য এদের এড়িয়ে চলাই ভালো।
- উপদেশ দানকারী
সব বিষয়েই এরা এমনভাবে নিজেদের মন্তব্য দেবে, বিচারকের মতো রায় প্রদান করবে এবং এমনভাবে উপদেশ প্রদান করবে যেন তারাই সেরা। তাদের মন্তব্যে অন্যরা কষ্ট পাচ্ছে কি-না সেটা তাদের ভাবায় না। নিজের ব্যাপারে এদের হস্তক্ষেপ এড়াতে চাইলে এদের সঙ্গ বর্জন করুন।