তিনি অর্থনীতির গল্পকার
- ওবায়দুর চৌধুরী
সাম্প্রতিক অর্থনীতির জগতে বিশ্বব্যাপী সারা জাগানো নাম টমাস পিকেটি। তিনি প্যারিস স্কুল অব ইকোনোমিক্সের অধ্যাপক। তাঁর মাষ্টারপিস বইটি ‘ক্যাপিটাল ইন টুয়েনটি ফার্স্ট সেঞ্চুরি’ অর্থনীতির ইতিহাসে একটি নতুন মাইলফলক। ২০১৩ সালে বইটি প্রকাশিত হয়। পরবর্তী বছর বইটির ইংরেজি সংস্করণ নিউইর্য়ক টাইমসে বেস্টসেলার মনোনীত হয়।
৭০০ পৃষ্টার এ বইতে পিকেটি মূলত অর্থের বৈশ্বিক বৈষম্যকে তুলে ধরেছেন। ১৮ শতক থেকে ১৯ এবং ২১ শতকের ইউরোপ ও যুক্তরাজ্যের অর্থনৈতিক বিকাশ, বণ্টন, আয় ও সম্পদের পুঞ্জীভবনের সরল চিত্র এঁকেছেন। পিকেটি তাঁর গবেষণায় সম্পদ ও অসমতার একটি তত্ত্ব দিয়েছেন। ধনতান্রিক সমাজব্যবস্থার ভেতরের চলমান সমস্যাসমূ্হ– বন্টনের অসমতা, মুদ্রাস্ফীতি, বেকারত্ব ইত্যাদির ফলে ভবিষৎ পৃথিবীর অর্থনীতির মানবন্টন নিয়ে বুদ্ধিদীপ্ত আলোচনা করেছেন।
ধনতান্রিক ব্যবস্থার বুদ্ধিদীপ্ত সমালোচনার জন্য অনেক অর্থনীতি বিশেষজ্ঞরা তাঁকে ‘নব্য মার্ক্স’ বলে অভিহিত করেছেন। বিশ্বের নানা প্রান্তের গবেষক চিন্তাবিদ ও শিক্ষার্থীদের নতুন ভাবনার জন্ম দেবে ক্যাপিটাল ইন টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি।
এছাড়াও চলতি বছর ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে এ বইটি নিয়ে ডকুমেন্টরি ফিল্ম বানানোর ঘোষণা দেন কানাডার চলচ্চিত্র নির্মাতা জাস্টিন পেমবার্টন।