হলুদ চাষে কৃষকের ভাগ্যবদল
- নিউজ ডেস্ক
মাগুরায় কৃষকরা মসলাজাতীয় ফসল হলুদ চাষে ভাগ্যবদল করেছে। তারা পতিত জমি ও জমির আইলে হলুদ লাগিয়ে আর্থিকভাবে লাভবান হচ্ছে। জানা গেছে, জেলার সদর, শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় ছয় হাজার কৃষক পতিত জমিতে এবং জমির আইলে হলুদ লাগিয়েছে। এছাড়া অনেকে বাণিজ্যিক ভিত্তিতে ফসলি জমিতেও হলুদ লাগিয়েছে। জেলার জমি হলুদ চাষের জন্য খুবই উপযোগী। সাধারণত উঁচু জমি, ভিটা জমি ও জমির আইলে হলুদ ভাল হয়। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় হলুদের ভাল ফলন হয়েছে। হলুদক্ষেতে পোকা লাগে না বলে ওষুধের প্রয়োজন হয় না এবং সার লাগে না, যার কারণে হলুদ চাষে খরচ কম এবং লাভ বেশি। বাজারে হলুদের ব্যাপক চাহিদা থাকায় হলুদ বিক্রি করতে কৃষকদের কোন সমস্যা হয় না বলে কৃষকরা হলুদ চাষে ঝুঁকে পড়েছে।