আমিনবাজার সেতু হচ্ছে ১২ লেনের

আমিনবাজার সেতু হচ্ছে ১২ লেনের

  • মেহেদী হাসান

রাজধানীর গাবতলীর দূর্ভোগ কমাতে তুরাগ নদীর উপর বর্তমান ৪ লেনের সেতুর পাশে নির্মিত হচ্ছে ৮ লেনের নতুন সেতু। প্রকল্পটি বাস্তবায়ন হলে সেতুটি ১২ লেনে উন্নীত হবে। দেশের প্রায় সব জেলা থেকে যাতায়াতের অন্যতম পথ হচ্ছে এটি।

দীর্ঘদিন যাবৎ তুরাগ নদীর উপর আমিনবাজার সেতু ভোগাচ্ছে যাত্রীদের। সেই কথা বিবেচনা করে সরকার নিজস্ব অর্থায়নে তুরাগ নদীর উপর আমিনবাজার সেতু এবং সালেহপুর এলাকায় ক্ষতিগ্রস্ত সেতু পুণরায় নির্মিত হচ্ছে। দিনের বেলার অসুবিধার থেকেও রাতে মালামালবাহী গাড়ির চাপ বৃদ্ধির সাথে সাথে সেতুর দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

গাবতলী বাস টার্মিনালের সাঙ্গেই রয়েছে গরুর হাট। কোরবানির ঈদের সময় এই দূর্ভোগ চরমে পৌছায়। যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত ৮ এপ্রিল সেতুর কাজ উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ‘ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার, সালেহপুর ও নয়ারহাটে তিনটি সেতু নির্মাণের লক্ষ্যে ইতোমধ্যে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। দ্বিতীয় আমিনবাজার সেতুটিও এ প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে। আটলেন সেতু ছাড়াও সেতুর দুই প্রান্তে প্রায় দেড় কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে।’ মন্ত্রী আরও বলেন, ‘জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে শেখ হাসিনা সরকার ঢাকাসহ অন্যান্য সিটি করপোরেশন এলাকাধীন সড়কে শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে। মহানগরে বেশিরভাগ পরিবহন নিষেধাজ্ঞা মানলেও অনেক পরিবহন বিধিনিষেধ মানছে না। আবার কেউ কেউ নির্দিষ্ট এলাকা এবং নির্দিষ্ট সময়ের বাইরে পরিবহন চালাচ্ছে। এমতাবস্থায় সমন্বয়কৃত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। আপনারা শর্ত মেনে গাড়ি চালাবেন বলে কথা দিয়েছিলেন। শর্ত উপেক্ষা করলে সরকার আবারও কঠোর হতে বাধ্য হবে।’ 

সরকারের নিজস্ব অর্থায়নে প্রায় ২০০শ কোটি টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে ২৩৩ মিটার দীর্ঘ দ্বিতীয় সেতুটি। গাবতলী-আমিনবাজার ১২ লেন বিশিষ্ট সেতুতে থাকবে পথচারী বান্ধব ফুটপাত, থাকবে যানবাহন ইউটার্ন নেওয়ার ব্যবস্থা। ৮ লেন সেতু ছাড়াও প্রায় দেড় কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে। সরকারের এই প্রকল্পে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার, সালেহপুর ও নয়ারহাট এলাকায় তিনটি সেতু নির্মাণ করা হচ্ছে। আগামী ২০২৩ সাল নাগাদ সেতু তিনটির কাজ সম্পন্ন হবে বলে প্রকল্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Sharing is caring!

Leave a Comment