আইটি কোর্সের জাদু
- রবিউল কমল
সময়ের সঙ্গে সঙ্গে দেশ যতই এগিয়ে যাচ্ছে, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ততই আইটিনির্ভর হয়ে পড়ছে। ফলে আইটি সেক্টর হয়ে উঠেছে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য তরুণ প্রজন্মের প্রথম পছন্দ।
আইটি সেক্টরের বিভিন্ন ধরনের বিশেষায়িত শাখা- অ্যানিমেশন ও মাল্টিমিডিয়া, ইন্টেরিয়র ও আর্কিটেকচার, হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডাটাবেজ ম্যানেজমেন্ট, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, আউটসোর্সিং প্রভৃতি সেক্টরেই রয়েছে অপার সম্ভাবনা। তাই এ কোর্স করে বেকার থাকার কোনো কারণ নেই বললেই চলে!
যেসব বিষয়ে ভর্তি
– ডিপ্লোমা ইন আর্কিটেকচারাল ভিজ্যুয়ালাইজেশন
– ডিপ্লোমা ইন থ্রিডি অ্যানিমেশন অ্যান্ড ভিজ্যুয়াল এফ/এক্স
– ডিপ্লোমা ইনইন্টেরিয়র ডিজাইন
– ডিপ্লোমা ইন হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং
– ডিপ্লোমা ইন ওয়েব অ্যান্ড ই-কমার্স
– ডিপ্লোমা ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং।
এ ছাড়া রয়েছে ৩ থেকে ৬ মাসমেয়াদি থ্রিডি ম্যাক্স, মায়া, মাল্টিমিডিয়া, ম্যাক্রোমিডিয়া ফ্লাশ, ভিডিও এডিটিং, অটোক্যাড, গ্রাফিক্স ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, অ্যাপারেল মার্চেন্ডাইজিং, কম্পিউটার প্রোগ্রামিং, ডাটাবেজ প্রোগ্রামিং, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, প্রফেশনাল আউটসোর্সিং অন গ্রাফিক্স/অ্যানিমেশন/গেম ডিজাইন, হার্ডওয়্যার মেইনটেন্যান্স, নেটওয়ার্ক সার্টিফিকেশন, সিসিএনপি, উইন্ডোজ সার্ভার বার, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডাটাবেজ ম্যানেজমেন্ট, জুমলা-ওয়ার্ডপ্রেস, অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি, সিসিএনএ, লিনাক্স, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভলপমেন্ট, আউটসোর্সিংয়ের ওপর সার্টিফিকেট কোর্স।
বিস্তারিত : ৬৪/৬, লেক সার্কাস, পান্থপথ [রাসেল স্কয়ার], কলাবাগান, ঢাকা-১২০৫। ফোন : ৯১৩৪৬৯৫, ০১৭১৩৪৯৩২৬৭।
ওয়েবসাইট : www.dipti.com.bd । অনলাইন রেজিস্ট্রেশন : http://admission.dipti. com.bd ।