সফল হতে শেরিলের চার পরামর্শ

সফল হতে শেরিলের চার পরামর্শ

  • ক্যারিয়ার ডেস্ক

সফল হতে হলে বাধাবিপত্তিকে বুড়ো আঙুল দেখিয়ে উতরে যেতে হবে। নারী বলে পিছিয়ে থাকতে হবে এমনটা নয়। ফেসবুকের সিওও এবং কম বয়সী ক্ষমতাধর নারী শেরিল স্যান্ডবার্গের দেয়া কয়েকটি ক্যারিয়ার টিপস—

নিজেদের মধ্যে আলোচনা

কর্মক্ষেত্রে কিংবা কাছের বন্ধুদের সঙ্গে আলোচনা করুন। তবে সেটা অবশ্যই চর্বিত কোনো আলোচনা নয়। বরং কাজ নিয়ে কথা বলুন। অন্যদের ভাবনা শুনুন, নিজের পরিকল্পনাও ভাগাভাগি করুন তাদের সঙ্গে। নিজেদের সফলতা, বাধাবিপত্তির গল্পগুলোও থাকতে পারে আলোচনায়।

নিজেকে খুশি রাখো, অন্যকে নয়

কে কি বলল কিংবা কী ভাববে সবাই, এমন চিন্তা ঝেরে ফেলাই উত্তম। কেননা এসব চিন্তা সফল নারীকেও পেছনে ফেলে দেবে। মন যা বলে, সেটাকেই তাই প্রাধান্য দেয়া উচিত।

পথকে মসৃণ না ভেবে উঁচু-নিচু ভাবা শ্রেয়

উতরে যাওয়ার পথ কখনই মসৃণ হয় না। আর নারীর জন্য তো সেই পথ আরো বেশি অসমান। তাই নিজের ক্যারিয়ার নিয়ে সফল হতে হলে আগে থেকেই ক্যারিয়ার পথটিকে অসমান ভেবে নিতে হবে। তাহলেই এগিয়ে যাওয়া সম্ভব।

ঝুঁকি নিতে শিখতে হবে

সফলতা ধরা দেবে, তবে প্রতিটি ধাপে ঝুঁকি নিতে হবে। বাধাবিপত্তি দেখে সরে আসার মানসিকতা পরিবর্তন করা চাই।

সূত্র : ফোর্বস favicon59-4

Sharing is caring!

Leave a Comment