অনলাইনে বইয়ের জগৎ

অনলাইনে বইয়ের জগৎ

  • ক্যারিয়ার ডেস্ক

সময়ের সঙ্গে তরুণদের পড়ার অভ্যাস কমে গেছে—কথাটি কতটুকু সত্য, তা নিয়ে তর্কের অবকাশ থাকতে পারে। তবে একটা কথা নিশ্চিত করেই বলা যায়। দিনে দিনে পড়ার অভ্যাস অনেকটাই বদলে গেছে। আগে যেখানে লাইব্রেরিতে গিয়ে কিংবা লাইব্রেরি থেকে বই নিয়ে এসে ঘরে আরাম করে পড়ার দৃশ্য দেখা যেত। সেখানে বই পড়তেই এখন হাতে এসে পড়েছে ই-বুক রিডার, স্মার্টফোন কিংবা ট্যাবলেট পিসি। কম্পিউটার বা ল্যাপটপের পর্দাতে এখন কেবল ছবি দেখা বা গুরুত্বপূর্ণ কাজের জন্যই নয়, বই পড়ার জন্যও তাকিয়ে থাকেন অনেকেই। তাই এখন প্রযুক্তির বদৌলতে ছাপা বইয়ের পিডিএফ ফাইল, ওয়ার্ড ফাইল কিংবা ই-বুক অনেকটাই জায়গা করে নিয়েছে পাঠকদের মধ্যে। ফলে এখন ছাপা বইয়ের সঙ্গে সঙ্গে বাড়ছে ই-বুক বা বইয়ের সফটকপির চাহিদা। যারা ই-বুক, পিডিএফ ফরমেটে বই পড়তে ভালোবাসেন। সেসব বই-পোকাদের জন্য দিচ্ছি ফ্রি-বইয়ের খোঁজ। ঘুরে আসুন অনলাইন বইয়ের জগত্ থেকে। ডাউনলোড করে নিন প্রিয় বই, প্রয়োজনীয় বই। আর বিস্তৃত করুন জ্ঞানের পরিধি।

বইয়ের দোকান

www.boierdokan.com

২০০৯ সালে প্রথম চালু হলেও টেকনিক্যাল কারণে খুব একটা বেশি বই আপলোড হয়নি। ২০১১ সালে পুনরায় নতুন আঙ্গিকে শুরু হয় বইয়ের দোকান। বইয়ের দোকানের উঠানে গিয়ে দাঁড়ালে উপন্যাস, কবিতা, গল্প, সমালোচনা, নাটক, নন-ফিকশন প্রভৃতি বইয়ের দরজাগুলো দেখাবে। দরজা খুলে ভিতরে প্রবেশ করলেই অজস্র বই। ফ্রি ডাউনলোড করে পড়তে পারবেন বইগুলো। আর ২০১৩ সালে প্রথমবারের মতো বইয়ের দোকান ই-বইমেলার আয়োজন করেছিল।

আমার বই

www.amarboi.com

এই সাইটে ফ্রি বই থাকলেও সব বই ফ্রিতে পাওয়া যায় না। প্রতি বছরের জন্য ২৪.৯৯ ডলার ফি দিয়ে প্রিমিয়াম সদস্য হওয়ার সুযোগ রয়েছে। প্রিমিয়াম সদস্যদের বই ডাউনলোডের সুযোগ-সুবিধা একটু বেশিই।

সোভিয়েত বইয়ের অনুবাদ

www.sovietbooksinbengali.com

তলস্তয়, দস্তোয়ভস্কি, নিকোলাই অস্ত্রভস্কি, আর্কিদি গাইদার কিংবা ম্যাক্সিম গোর্কিসহ অনেক রুশ লেখকের বইয়ের অনুবাদ পাবেন এই সাইটে। রুশ উপকথা বা কিশোর সাহিত্যের দুষ্প্রাপ্য বইগুলোও ইলেকট্রনিক ফরমেটে ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে।

অল বাংলা বুকস

www.allbdbooks.com

এই সাইটে হাজার খানিকের মতো বই রয়েছে। ফ্রি ডাউনলোড করতে পারবেন গল্প, উপন্যাস, ম্যাগাজিন, রহস্যপত্রিকা এবং সেবা প্রকাশনীর প্রিয় বইয়ের কিছু।

বাংলা ইন্টারনেট

www.banglainteet.com

বাংলা ইন্টারনেটে বইয়ের পাশাপাশি লেখকদেরও সংক্ষিপ্ত প্রোফাইল যুক্ত করা রয়েছে। ফলে শুধু বই-ই না, লেখক সম্পর্কেও প্রয়োজনীয় তথ্য আপনি পেতে পারেন বাংলা ইন্টারনেট থেকে।

এগুলো ছাড়াও অনেক সাইট রয়েছে, যেখান থেকে আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন প্রয়োজনীয় বাংলা বই। তবে একটা বইয়ের পিছনে লেখকের যেমন মেধা ও শ্রমের বিনিয়োগ থাকে, তেমন প্রকাশকের থাকে অর্থের বিনিয়োগ। তাই অবশ্যই বই কিনে পড়া উচিত।

সূত্র: ইত্তেফাকfavicon59-4

Sharing is caring!

Leave a Comment