সার্ক চার্টার ডে উদযাপন করবে ড্যাফোডিল
- ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আগামী ৮ ডিসেম্বর ৩২তম সার্ক চার্টার ডে উদযাপন করবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এ উপলক্ষে এসোসিয়েশন অব ম্যানেজমেন্ট ডেভেলাপমেন্ট ইন্সটিটিউশন ইন সাউথ এশিয়া (এএমডিআইএসএ) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে।
গতকাল সোমবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মাসুম ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাণিজ্য ও অর্থনীতি অনুষদের ডীন অধ্যাপক রফিকুল ইসলাম, ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মোগাম্মদ মাহাবুব আলী ও সহযোগী অধ্যাপক ড. মো. রবিউল বাশার রুবেল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দিবসটি উপযাপন উপলক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতা,  পোস্টার প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও পালামেন্টেরী ফরম্যাটের বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি সেমিনারের আয়োজন করা হবে।

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	