চাকরির আগেই কাজের অভিজ্ঞতা !
- কাদের জন্য
স্নাতক তৃতীয় বা চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা ইন্টার্নশিপ করতে পারেন। প্রকৌশলের বিভিন্ন বিষয়, ব্যবসায় প্রশাসন, গণযোগাযোগ ও সাংবাদিকতা, ফার্মাসি, অর্থনীতি, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ব্যাংকিং ও ইনস্যুরেন্সসহ অনেক বিষয়ে মূল কোর্সের অংশ হিসেবে ইন্টার্নশিপ করতে হয়। বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্টার্নশিপ শেষে সামগ্রিক বিশ্লেষণমূলক রিপোর্ট এবং সনদ জমা দিলে তার ভিত্তিতে নম্বর যুক্ত হয়। পড়াশোনা শেষে নিজ উদ্যোগে ইন্টার্নশিপ করতে পারবেন। যে ক্ষেত্রে নিজের দক্ষতা বাড়াতে চান, সে বিভাগে ইন্টার্নশিপের সুযোগ চেয়ে আবেদন করতে হবে। ইন্টার্নের ইচ্ছা ও প্রতিষ্ঠানের চাহিদা সাপেক্ষে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়। বার্জার পেইন্টস বাংলাদেশের অর্গানাইজেশন ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ রাহাত আফরোজ বলেন, ‘প্রতিষ্ঠান পরিচালন ও কর্মপদ্ধতি সম্পর্কে অবহিত করতে এবং বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন ও এর মাধ্যমে চাকরি জীবনের প্রস্তুতির জন্য শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়। ’
কেন করবেন?
গ্রামীণফোনের এমপ্লয়ার ব্র্যান্ডিং ম্যানেজার সৈয়দ মাসুদ মাহমুদ জানান, ‘আমাদের দেশের অনেক চাকরি প্রার্থীরই বাস্তব কর্ম অভিজ্ঞতার অভাব আছে। বিভিন্ন করপোরেট হাউসে কাজের মাধ্যমে তাঁরা এ অভিজ্ঞতা অর্জন করতে পারেন, যা তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনে সহায়তা করবে। ’
বেক্সিমকো ফার্মার মানবসম্পদ উন্নয়ন বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সোহানা মমতাজ চৌধুরী বলেন, ‘অভিজ্ঞ কর্মকর্তাদের তত্ত্বাবধানে বিভিন্ন বিভাগে কাজের সুযোগ পায় শিক্ষার্থীরা। এটা তাদের দক্ষতা উন্নয়নে সাহায্য করে। ’
বাংলালিংকের অর্গানাইজেশন ডেভেলপমেন্ট ক্যারিয়ার ম্যানেজার কায়সার চৌধুরী বলেন, ‘বাংলালিংকের অ্যাডভান্সড ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নিয়ে একজন শিক্ষার্থী শুধু একটি বিভাগেই নয়, বিভিন্ন বিভাগের কাজ শিখতে পারেন। ইন্টার্নশিপ শেষে এন্ট্রি লেভেল পদে আবেদনের সুযোগ থাকে। ’
সুযোগ আছে যেখানে
বেশির ভাগ শিক্ষার্থী বিভিন্ন ব্যাংকে ইন্টার্নশিপ করে থাকেন। এইচএসবিসি, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড, ব্র্যাক ব্যাংকসহ প্রায় সব ব্যাংকেই ইন্টার্নশিপ করা যাবে। আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইউনিসেফ, ইউএনডিপি, ইউনেসকো, বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার, বার্জার তাদের বাংলাদেশ অফিসে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দেয়। দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন ক্ষেত্রে চাহিদা অনুসারে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দেয়। সুযোগ দেয় গ্রামীণ ব্যাংক, আশা, ব্র্যাকসহ বেশির ভাগ বেসরকারি উন্নয়ন সংস্থাও। সেন্টার ফর পলিসি ডায়ালগ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশসহ গবেষণাধর্মী প্রতিষ্ঠানগুলোতেও আছে ইন্টার্নশিপের সুযোগ। দেশে প্রথমবারের মতো বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে তরুণদের প্লাটফর্ম ‘ইয়ং বাংলা’। সাংবাদিকতা ও মিডিয়া বিষয়ে ইন্টার্নশিপের সুযোগ পেতে পারেন শীর্ষস্থানীয় সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়।
আবেদনের যোগ্যতা
ইউএনডিপিতে অর্থনীতি, জনপ্রশাসন, ব্যবসায় প্রশাসন, পরিবেশ বিজ্ঞানে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ইউনিসেফে আবেদন করতে পারবেন শুধু স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা। ইউনিলিভারে স্নাতক অধ্যয়নরত ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা, বার্জার পেইন্টসে বিবিএ ও এমবিএ অধ্যয়নরতরা আবেদন করতে পারবেন।
টেলিকম অপারেটর গ্রামীণফোনে স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীরা, বাংলালিংকে স্নাতক ও স্নাতকোত্তর, বিবিএ, এমবিএ শিক্ষার্থীরা, রবি ও এয়ারটেলে স্নাতক অধ্যয়নরতরা ইন্টার্নির সুযোগ পাবেন।
সিটি ব্যাংকে ইউজিসি অনুমোদিত সব শিক্ষার্থীই ইন্টার্নির সুযোগ পাবেন, সিজিপিএ ৪ স্কেলে থাকতে হবে ৩। স্ট্যান্ডার্ড চার্টাডে স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থীরা ইন্টার্নশিপ করতে পারবেন।
বেক্সিমকো ফার্মায় আবেদনকারীদের সিজিপিএ সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৩ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৩.৫। সাইনপুকুর সিরামিকসে আবেদনের ক্ষেত্রেও একই যোগ্যতা।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ইন্টার্ন হিসেবে কাজের সুযোগ পাবে। সেন্টার ফর পলিসি ডায়ালগে অর্থনীতি, জনপ্রশাসন, ব্যবসায় প্রশাসন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে মাস্টার্স ডিগ্রি বা মাস্টার্সের শিক্ষার্থীরা, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে মাস্টার্স ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।
মন্ত্রণালয় চারটিতে ইন্টার্নশিপের জন্য আবেদনকারীকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। আবেদন করতে পারবেন স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীরাও। ইংরেজিতে দক্ষতা থাকতে হবে বিভিন্ন আন্তর্জাতিক ও বহুজাতিক প্রতিষ্ঠানে আবেদনকারীদের।
আবেদন যেভাবে
অনেক প্রতিষ্ঠান অনলাইনে ইন্টার্নশিপের আবেদনের সুযোগ দেয়। প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করতে হয় আবেদন ফরম, সঙ্গে সংযুক্ত করতে হবে সিভি এবং সদ্য তোলা ছবি। অনেক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আবেদন ফরমের নমুনা দেওয়া থাকে, সে অনুযায়ী আবেদন করতে হয়। যেসব বিষয়ে কোর্সের অংশ হিসেবে বাধ্যতামূলক ইন্টার্নশিপ করতে হয় তাদের ক্ষেত্রে আবেদনের সময় লাগবে শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমতিপত্র। কালের কণ্ঠ ও বাংলানিউজে ইন্টার্নিতে আগ্রহীরা শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমতিপত্রসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যালয়ে আবেদন করতে হবে। আবেদনকারীদের মধ্য থেকে বাছাইকৃতদের লিখিত অনুমতিপত্রসহ চাহিদা অনুযায়ী বিভিন্ন বিভাগে কাজের সুযোগ দেওয়া হবে। বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ উন্নয়ন বিভাগেও আবেদনপত্র জমা দেওয়া যাবে। কোন ক্ষেত্রে ইন্টার্নশিপ করতে আগ্রহী, ইন্টার্নশিপের অভিজ্ঞতা যে ক্ষেত্রে সহায়তা করবে, পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম ও অর্জন-এসব বর্ণনা দিয়ে সিভি তৈরি করতে হবে। যে প্রতিষ্ঠানে আবেদন করছেন, সে প্রতিষ্ঠানে কাজের আগ্রহের কারণ উল্লেখ করতে হবে কভার লেটারে।
প্রতিষ্ঠান ও বিষয় ভেদে মেয়াদ ভিন্ন
প্রতিষ্ঠান ও কাজের ধরনভেদে ইন্টার্নশিপের মেয়াদ বিভিন্ন হয়। গ্রামীণফোনে বছরে তিন ধাপে জানুয়ারি, মে ও সেপ্টেম্বর সেশনে তিন মাসমেয়াদি ইন্টার্নশিপ করা যায়। আরো বেশি শিক্ষার্থীকে সুযোগ দেওয়ার জন্য চালু করা রয়েছে শীত ও গ্রীষ্মকালে এক মাসমেয়াদি ইন্টার্নশিপ। বাংলালিংক ও রবিতে তিন মাস এবং এয়ারটেলে ইন্টার্নশিপের মেয়াদ এক মাস। ইউনিসেফে ছয় থেকে ১৫ সপ্তাহ, ব্র্যাকে তিন থেকে ছয় মাস, বেক্সিমকো ফার্মায় দুই সপ্তাহ থেকে তিন মাস, বার্জার পেইন্টসে জানুয়ারি ও জুন সেশনে তিন মাস, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডে সর্বোচ্চ এক বছর পর্যন্ত ইন্টার্নশিপ করা যায়। আশায় সামার, ফল ও স্প্রিং সেশনে পাঁচ থেকে আট সপ্তাহের ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু আছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ, তথ্য ও প্রযুক্তি, প্রাথমিক ও গণশিক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইন্টার্নশিপের মেয়াদ চার মাস।
ইন্টার্নশিপ প্রতিবেদন
ইন্টার্নশিপ শেষে প্রতিষ্ঠানে ও বিশ্ববিদ্যালয়ে সামগ্রিক বিশ্লেষণমূলক প্রতিবেদন জমা দিতে হয়। কাজের বিভিন্নতার ওপর ভিত্তি করে প্রতিবেদনের ধরনেও ভিন্নতা থাকে। ভালো প্রতিবেদন, ইন্টার্নশিপের সুযোগ দেওয়া প্রতিষ্ঠানের ভালো মতামত বিশ্ববিদ্যালয়ে ভালো নম্বর পেতে সহায়ক হয়। ইন্টার্নশিপ প্রতিবেদন কেমন হবে তার কিছু উদাহরণ রয়েছে dspace.bracu.ac.bd/handle/10361/1, www.internshipreportbd.com, www.academia.edu ওয়েবসাইটে। ইন্টারনেটে খোঁজ করলে আরো উদাহরণ পাওয়া যাবে।
মিলবে সনদ
ইন্টার্নের কাজের দক্ষতা বিশ্লেষণ করে প্রতিষ্ঠান সনদপত্র দেয়। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সদাচরণ, কর্মস্পৃহা, প্রতিবেদন বিবেচনায় সনদপত্রে ইন্টার্ন সম্পর্কে মতামত দেওয়া হয়। সনদপত্র পরবর্তী সময়ে চাকরির আবেদনপত্রের সঙ্গেও জমা দেওয়া যেতে পারে। ইন্টার্নশিপ চলাকালে শিক্ষার্থীদের আসা-যাওয়ার খরচ, খাওয়া ও সম্মানী দিয়ে থাকে অনেক প্রতিষ্ঠান।
দরকারি ওয়েব ঠিকানা
বেশির ভাগ প্রতিষ্ঠানের ইন্টার্নশিপের তথ্য ওয়েবসাইটে উল্লেখ থাকে, অনেক ক্ষেত্রে আবেদনও করা যায় এসব লিংকে। জেনে নিন কিছু প্রতিষ্ঠানের ওয়েব লিংক-
গ্রামীণফোন :www.grameenphone.com/about/career
রবি : career.robi.com.bd/index.php/internee
বাংলালিংক :www.banglalink.com.bd/en/join-banglalink/meet-banglalink/advanced-internship-program
এয়ারটেল :www.bd.airtel.com/commonpage.php?cat_id=184
এইচএসবিসি : http://hsbc.bdjobs.com/resume_01.asp
ডাচ্-বাংলা ব্যাংক : http://www.dutchbanglabank.com/Online_Job
ব্র্যাক ব্যাংক : http://www.bracbank.com/Internship-Guideline.php
সিটি ব্যাংক : https://www.thecitybank.com/career/opportunities.php
স্ট্যান্ডার্ড চাটার্ড : https://www.sc.com/en/careers/graduates/internships.html
ইউনিসেফ :www.unicef.org/bangladesh/jobs_4885.htm
ইউএনডিপি :www.bd.undp.org/content/bangladesh/en/home/operations/Internships.html
বার্জার :www.bergerbd.com/career
ইউনিলিভার : http://www.unilever.com.bd/careers-jobs/graduates/internships/
এসিআই : http://www.aci-bd.com/career/intern3.php
ইয়ং বাংলা :www.youngbangla.org/internship/
ইউনিলিভার :www.unilever.com.bd/careers-jobs/graduates/internships/index.aspx
গ্রামীণ ব্যাংক :www.grameen.com/index.php?option=com_easyfaq&task=cat&catid=81&Itemid=200
ব্র্যাক : brac.net/content/internship-available-internships#.VO3dzHyUeSp
আশা :www.asa.org.bd/exposure/internship/
সেন্টার ফর পলিসি ডায়ালগ : http://cpd.org.bd/index.php/capacity-building/internship-at-cpd/
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ : http://www.ti-bangladesh.org/beta3/index.php/en/get-involved/internship