শীর্ষ ১০ প্রযুক্তি-পত্রিকা

শীর্ষ ১০ প্রযুক্তি-পত্রিকা

  • বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি দুনিয়ার খবর ছাড়া এখন দিনযাপন প্রায় অসম্ভব। কারণ প্রযুক্তি বদলে দিচ্ছে পৃথিবীকে, আপনার জীবনযাপনকে। তাই তরুণ প্রজন্ম তো বটেই, ছেলে-বুড়ো সবাইকেই দিনে একবার চোখ বুলাতে হয় প্রযুক্তিবিষয়ক পত্রিকার পাতায়। এই পাঠক চাহিদার ওপর ভিত্তি করে বিশ্বব্যাপী প্রকাশিত হচ্ছে শত শত প্রযুক্তি পত্রিকা। কিন্তু সব পত্রিকাই কি জনপ্রিয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে শীর্ষ ১০ প্রযুক্তি-পত্রিকার তালিকা তৈরি করেছে প্রভাবশালী বাণিজ্য পত্রিকা বিজনেস ইনসাইডার।


১. স্ট্রাটেকারিস ডেইলি আপডেট

প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে পৃথিবীব্যাপী সমাদৃত হযেছেন বেন থমসন। তিনি স্ট্রাটেকারিস ডেইলি আপডেট নামে একটি ওয়েবসাইট পরিচালনা করেন। এখানে প্রযুক্তির নানা খবরাখবরের পাশাপাশি প্রযুক্তি নিয়ে বিশ্লেষণাত্মক নিবন্ধ প্রকাশ করেন বেন থমসন। প্রযুক্তিপ্রেমীদের কাছে তাই বেশ জনপ্রিয়তা পেয়েছে স্ট্রাটেকারিস ডেইলি আপডেট। ঠিকানা: https://stratechery.com/

২. প্রো রাতা

অপেক্ষাকৃত নতুন ওয়েবসাইট হলেও ইতিমধ্যে তরুণদের মাঝে বেশ সাড়া ফেলেছে প্রো রাতা। এটি পরিচালনা করেন ড্যান প্রিম্যাক। প্রিম্যাক একসময় বিশ্বখ্যাত ফরচুন ম্যাগাজিনে কাজ করেছেন। এখন ফরচুন থেকে অবসর নিয়ে নিজের ওয়েবসাইট প্রো রাতা দেখভাল করছেন। প্রো রাতায় মূলত ভেঞ্চার ক্যাপিটাল, স্টার্টআপ, প্রাইভেট ইকুইটি ইত্যাদি নিয়ে নিবন্ধ প্রকাশ করেন ড্যান প্রিম্যাক। ঠিকানা: https://www.axios.com/axios-pro-rata/

৩. মর্নিং সাইবারসিকিউরিটি

সাইবার সিকিউরিটি সংক্রান্ত নানা লেখা পাবেন এই ওয়েবসাইটে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্সি সাইবার সিকিউরিটি নিয়ে কিভাবে কাজ করে সেসব নিয়েও থাকে ভাবনাজাগানিয়া লেখা। এছাড়া প্রযুক্তির খবর তো রয়েছেই। ঠিকানা: http://www.politico.com/tipsheets/morning-cybersecurity

৪. ইমপোর্ট এআই

জ্যাক ক্ল্যার্কের সাপ্তাহিক নিউজলেটারের নাম ইমপোর্ট এআই। ক্ল্যাক বর্তমানে অ্যালন মাস্কের এআই কোম্পানিতে চাকরি করেন। পাশাপাশি নিজের মনের খোরাক মেটাতে সপ্তাহান্তে বের করেন ইমপোর্ট এআই। ঠিকানা: goo.gl/eIDsRU

৫. সিবি ইনসাইট

সিবি ইনসাইট একটি ভেঞ্চার ক্যাপিটাল বিশ্লেষক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি স্টার্ট আপ ও ভেঞ্চার ক্যাপিটাল কমিউনিটি নিয়ে চমৎকার বিশ্লেষণী প্রতিবেদন প্রকাশ করে। ঠিকানা: https://www.cbinsights.com/

৬. ফুললি চার্জড

বিশ্বখ্যাত ব্লুমবার্গ ম্যাগাজিনের লেখক ও সম্পাদকরা বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন ফুললি চার্জড ওয়েবসেইটে। বেশিরভাগ নিবন্ধ হয় দীর্ঘ, তবে কৌতুহল উদ্দীপক বিষয় নিয়ে লেখা হয় বলে পাঠক পড়তে ক্লান্তিবোধ করে না। ঠিকানা: https://www.bloomberg.com/technology

৭. টাইপ অব এ গ্রুপ

বিপণনের দুনিয়ায় কোথায় কী ঘটছে তার সব আদ্যপান্ত পাবেন বব হফম্যানের নিউজলেটার টাইপ অব গ্রুপে। শুধু সংবাদই থাকে না এতে, থাকে সংবাদের বিশ্লেষণও। ঠিকানা: http://bobhoffmanswebsite.com/newsletters/

৮. বেনেডিক্ট নিউজলেটার

ব্যবসায় গবেষক হিসেবে পরিচিত বেনেডিক্ট ইভানা। তিনি ব্যবসা বাণিজ্য বিষয়ক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন তাঁর বেনেডিক্ট নিউজলেটারে। ঠিকানা: goo.gl/uevxvS

৯. ইউরোগেমার ডেইলি

শত শত ভিডিও গেম পাবেন এই ওয়েবসাইটে। ফলে তরুণ প্রজন্মের কাছে বিপুল জনপ্রিয় এই ওয়েবসাইট। ভিডিও গেমের পাশাপাশি প্রযুক্তি নিয়ে নানা নিবন্ধ ও সংবাদ পাবেন এখানে। ঠিকানা: http://www.eurogamer.net/newsletters/net-daily/archive

১০. অ্যাবাভ অ্যাভালন

মূলত অ্যাপল পণ্যের পরিচিতি ও বিশ্লেষণাত্মক লেখা প্রকাশ করা হয় এই ওয়েবসাইটে। প্রযুক্তি নিয়ে গভীর বিশ্লেষণাত্মক লেখাও কখনো কখনো পাওয়া যায় জনপ্রিয় ওয়েবসাইটে।ঠিকানা: https://www.aboveavalon.com/

সূত্র: বিজনেস ইনসাইডার; ইংরেজি থেকে ভাষান্তর: মারুফ ইসলামfavicon59-4

Sharing is caring!

Leave a Comment