শুরু করতে পারেন এসএসসির পরই
- ক্যারিয়ার ডেস্ক
শিক্ষা জীবনে চাকরির পেছনে ঘুরে চরাই-উত্রাই পার করে অনেকেই হতাশ হয়ে পড়েন। আবার অনেকে আছেন শিক্ষা শেষ না হতেই চাকরির অফার পেতে শুরু করেন। পার্থক্য শুধু সঠিক বিষয় নিয়ে লেখা পড়া করার সিদ্ধান্তের মধ্যে। কারণ প্রতিনিয়ত কর্মক্ষেত্রের ধরন বদলাচ্ছে এবং শিক্ষা বিষয়ে নতুনত্ব আসছে। আকাশ পথ বা অ্যাভিয়েশন এমনই একটি সেক্টর যেখানে কর্মই প্রার্থীকে খোঁজে। আর বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই প্রথম বিবিএ (অনার্স) ইন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট ও বিএসসি (অনার্স) ইন অ্যারোনটিক্যাল এবং অ্যাভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করেছে ক্যাটেক।
বিবিএ ইন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট হলো এয়ারলাইন্সের ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা নিয়ে অনার্স কোর্স, যেখানে এয়ারলাইন্স ব্যবস্থাপনার বিভিন্ন দিক যেমন—প্যাসেঞ্জার সার্ভিস, ফুড অ্যান্ড বেভারেজ, হসপিটালিটি ম্যানেজমেন্ট, এয়ারক্রাফট সিক্যুরিটি অ্যান্ড সেফটি, কাস্টমার রিলেশন, গ্রুমিং, এয়ারলাইন্স কার্গো ম্যানেজমেন্ট, মার্কেটিং ও সেলস, এয়ারপোর্ট অপারেশন, বোর্ডিং কন্ট্রোল, ট্রাফিক ব্যবস্থাপনা, কাস্টমার রিলেশন, এয়ারক্রাফট লিজিং, এয়ারলাইন্স ফাইন্যান্স, এয়ারলাইন্স পলিসি ও আইন কানুন, টিকেট সেলস, কাস্টমার রিলেশন, ট্যুর অপারেশন, ট্যুর গাইড, ট্রাভেল এজেন্সি অপারেশন এবং রিজারভেশন সিস্টেম। এসব বিষয়ে পড়লে দ্রুত ক্রমবর্ধমান গ্লোবাল ক্যারিয়ারে নিজের সম্ভাবনার দ্বার উন্মোচন হয়। বছর মেয়াদি অনার্স কোর্স যেখানে মোট ১৪২ ক্রেডিট পড়ানো হয়। বিস্তারিত ০১৯২৬৯৬৩৬৫৩ নম্বরে।