জার্মানীতে এমবিএ
- ক্যাম্পাস ডেস্ক
জার্মানীতে ইওরোপিয়ান স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজী (ইএসএমটি) এমবিএ পড়ার জন্য বিভিন্ন দেশের শিক্ষার্থীদের স্কলারশীপ দিয়ে থাকে। আর এ ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর আবেদনকারীরা বেশি প্রাধান্য পায়। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের শিক্ষার্থীরাও এ স্কলারশীপের জন্য আবেদন করতে পারবে। ইএসএমটি’র অধীনে মোট পাঁচজনকে স্কলারশীপ প্রদান করা হয়। এ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত অর্জন, নেতৃত্বের গুণাবলী ও কমিউনিকেশন পাওয়ারের ওপর গুরুত্বারোপ করা হবে।
অধ্যয়নের বিষয়
মূলত ব্যবসায় প্রশাসন অধ্যায়নের জন্য এ স্কলারশীপ দেয়া হয়।
কোর্স লেভেল
দুই বছরের এমবিএ কোর্স।
বৃত্তিপ্রদানকারী প্রতিষ্ঠান
ইউরোপিয়ান স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজী (ইএসএমটি)। এটি জার্মান সরকার অনুমোদিত একটি বিজনেস স্কুল। ২০১৩ সাল থেকে এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পিএইচডি ডিগ্রি দেয়া শুরু হয়েছে।
যোগ্যতা
- স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে । প্রফেশনাল এক্সপেরিয়েন্স অগ্রাধিকার দেওয়া হবে।
- কমপক্ষে তিন বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে।
- জিআরই অথবা জিম্যাট এ ভালো স্কোর থাকতে হবে। জিম্যাটের ক্ষেত্রে কমপক্ষে ৬৪০ স্কোর থাকতে হবে । তবে টোফেল এ ভালো স্কোর থাকলেও চলবে।
বৃত্তির পরিমাণ
প্রতিমাসে পনের হাজার ইউরো দেয়া হবে ।এছাড়া সকল প্রকার টিউশন ফি সম্পূর্ণ ফ্রি।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। এর পরে ইএসএমটি অনলাইনে দেওয়া নির্ধারিত ফর্মে শিক্ষার্থী কেন নিজেকে এ স্কলারশীপের জন্য নিজেকে যোগ্য মনে করে তা বর্ণনা করে একটি রচনা জমা দিতে হবে।