চীনের হেবেই বিশ্ববিদ্যালয়ের ক্রিড়া দিবসে বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ
- ক্যাম্পাস ডেস্ক
চীনের সিজিয়াজুয়াং সিটিতে অবস্থিত হেবেই ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলোজিতে গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে ‘ইন্টারন্যাশনাল স্পোর্টস ডে-২০১৯’। আর এতে বাংলাদেশর পক্ষ থেকে অংশ নিয়েছেন চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী শাহীন, রাব্বি,আকাশ, খুরশিদ, শাকিলসহ আরও অনেকে। বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক পাঞ্জাবি-পায়জামা পরে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তারা। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশি শিক্ষার্থী ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ শাহীন মুহাম্মদ ।
শাহীন মুহাম্মদ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সফটওয়্যার প্রকৌশল বিভাগ থেকে ২০১৬ সালে স্নাতক সম্পন্ন করে পাড়ি জমান চীনে। তাঁর নির্দেশনায় ‘চলো বাংলাদেশ’ দেশাত্মবোধক গানটির সাথে নৃত্য পরিবেশন করেন বাংলাদেশি শিক্ষার্থীরা। পাঁচ ঘণ্টাব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে চীনের শিক্ষার্থী ছাড়াও বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, সুইডেন, চেক রিপাবলিক, জাপান তুরকেমেনিস্থান, উজবেকিস্থান, নিউজিল্যান্ড মংগোলিয়া, রাশিয়া, আমেরিকা, ইতালি, ইয়েমেন, মরক্কো, ভারত, জিম্বাবুয়ে, জিবুতি, আর্জেন্টিনা, সাউথ কোরিয়া, আলজেরিয়া ও তুরস্কের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।