বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধার্ঘ্য ও ভার্চুয়াল আলোচনা সভা
- ক্যাম্পাস ডেস্ক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে আজ ১৭ মার্চ ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের মুজিববর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও অ্যালাইড হেলথ সায়েন্সস অনুষদের ডিন অধ্যাপক ড. আহমদ ইসমাইল মোস্তফার নেতৃত্বে একটি দল ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানায়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য ও উদ্যোক্তাবৃত্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম ইকবাল, অতিরিক্ত রেজিস্ট্রার ড. নাদির বিন আলী, ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মাহবুব পারভেজ, জনসংযোগ বিভাগের ঊর্ধ্বতন সহকারি পরিচালক মো. আনোয়ার হাবিব কাজল, ডাইরেক্টর অব স্টুডেন্ট অ্যাফয়ার্সের চন্দন হালদারসহ বিশ্ববিদ্যালয়ের উধ্বৃতন কর্মকতাবৃন্দ।
পরবর্তীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাস টিভিতে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব-উল-হক মজুমদারের সভাপতিত্বে এ আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির বীরপ্রতীক, আওয়ামীলীগ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও সাংস্কৃতিক উপ কমিটির সভাপতি মঞ্চসারথী আতাউর রহমান, গণমাধ্যম ব্যক্তিত্ব খ ম হারুন, জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান।
এছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা “তরুণদের চোখে বঙ্গবন্ধু” শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে “ডিআইইউ বঙ্গবন্ধু মিনিম্যারাথন” আয়োজন করা হয়। ম্যারাথনে ১৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	